Bangladesh News: সূর্যাস্তে মোহময়ী সমুদ্র সৈকত, সেরা পর্যটন কেন্দ্র হতে সেজে উঠছে কক্সবাজার
বাংলাদেশের অন্যতম সৈকত কক্সবাজারের রূপের টানেই ছুটে আসেন পর্যটকরা। তবে এবার বিশ্বমানের হওয়ার লক্ষ্য নিয়েছে প্রশাসন। বিশ্বখ্যাত সমুদ্র সৈকতটিকে এবার বিশ্বমাপের করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোভিড-১৯ মহামারীর কারণে যে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে তা থেকে দ্রুত পুনরুদ্ধারের অপেক্ষায় রয়েছে কক্সবাজারও।
বঙ্গোপসাগরের ধারে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার। এবার এই অঞ্চলকে উন্নত করতে মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে। বাংলাদেশের পর্যটন ফেরাতেই এই উদ্যোগ।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল জানান এই সমুদ্রতটটিকে আধুনিক ও স্বপ্নের পর্যটন রাজধানীতে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও জানান হয়েছে মাস্টার প্ল্যানে হোটেল, রিসর্ট, রেস্ট হাউস, হাসপাতাল এবং বাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে। তবে জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বিবেচনা করে পুরো পরিকল্পনাটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
এমনকী কক্সবাজারের সমুদ্রে সার্ফিং করার ব্যবস্থাও করা হচ্ছে। একটি সার্ফিং প্রশিক্ষণ কেন্দ্র রাখা হচ্ছে।
তবে পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রায় ২ বছর সময় লাগবে। আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত করতে বাজেটও বরাদ্দ হয়েছে।
বাংলাদেশের পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেন, মহামারী চলাকালীন পর্যটন খাতকে যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছে সরকার। কক্সবাজারের এই এলাকায় পর্যটন ব্যবস্থা থেকে প্রায় ৪০ লক্ষ মানুষের রোজগার বলে জানান হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -