Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Diwali 2023: UK-তে সাড়ম্বরে দীপাবলি উদযাপন, ভারতীয় দূতাবাসে ওয়েলস্-র দুই বর্ষীয়ান মন্ত্রী
ইউকে-তে ভারতীয় দূতাবাসে এবার সাড়ম্বরে পালন করা হল দীপাবলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিদেশের মাটিতেই নাচে, গানে মেতে উঠলেন ভারতীয়রা।
দীপাবলির অনুষ্ঠানে বাজানো ঢোল বাজালেন পাঞ্জাবীরা।
এই প্রথমবার ওয়েলসের দুই বর্ষীয়ান মন্ত্রী (স্বাস্থ্য ও অর্থনীতি) ভারতীয় দূতাবাস আয়োজিত দীপাবলিতে অংশ নিলেন।
বুধবার কার্ডিফে, ভারত সরকার দ্বারা আয়োজিত দীপাবলি অনুষ্ঠানে, আগামী বছরের জন্য, ওয়েলস এবং ভারতের মধ্যে অর্থনৈতিক উদ্যোগের পরিকল্পনা নিয়েও ঘোষণা করা হয়।
মূলত যার লক্ষ্য দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করে তোলা।
সেন্ট ডেভিড ডে -দিনেই ভারতে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য ইভেন্টসগুলি দিল্লি,মুম্বই, বেঙ্গালুরু-সহ বেশ কয়েকটি শহরে পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেদেশের স্বাস্থ্যমন্ত্রী এলুনেড মরগান, অর্থ মন্ত্রী ভন গেথিং, ডেপুটি হাইকমিশনার সুজিত ঘোষ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ আগরওয়াল।
রাজ আগরওয়াল বলেছেন, আমাদের দুই দেশের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার জন্য আগামী বছর বেশ কয়েকটি ইভেন্ট আয়োজন করার জন্য অপেক্ষায় আছি।
তিনি আরও বলেন, আজ এখানে ভারতীয় ছাত্রদের দেখে খুবই আনন্দিত। যারা মূলত ওয়েলসের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -