Hiroshima and Nagasaki: ৭৬ বছর ধরে পরমাণু হামলা ক্ষতের স্মৃতি আগলে হিরোসিমা-নাগাসাকি, আজও শোনা যায় ঐতিহাসিক কান্না
ছিয়াত্তর বছর পেরিয়ে গিয়েছে সে স্মৃতি, সে ইতিহাস ভুলে যাওয়ার কথা ছিল, তা ভুলতে পারা গেল না। স্মৃতির ওপর কত স্মৃতি জমেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু হিরোসিমা-নাগাসাকির ইতিহাস এক ক্ষতের ইতিহাস। যা আজও দগদগে। বিজ্ঞানের অভিশাপে আজও সে ক্ষতে প্রলেপ পড়েনি।
৬ এবং ৯ আগস্ট সেই বোমা বিস্ফোরণের মুহূর্ত অর্থাৎ ১১টা ২ মিনিট! দুটো জ্বলজ্যান্ত শহর কবরে পরিণত হয়েছিল সেদিন।
নাগাসাকিতে এখনও রয়েছে সেই ঘড়ি, যা সেই সময়কেই নির্দেশ করায়, মনে করায়। ৭৬ বছর পরও মনে পড়ে।
হিরোসিমায় যেমন অ্যাটমিক বম্ব ডোম আজও মাথা উঁচু করে বিধ্বংসী বোমার প্রতীক রূপে দাঁড়িয়ে। সেখানে কান পাতলে ইতিহাসের কান্না শোনা যায়।
দুই শহরে বোমা বিস্ফোরণে মুহুর্তে ও কয়েক দিনে লক্ষাধিক ছাড়িয়েছিল সংখ্যা। কলঙ্কিত দিনের সেই আতঙ্ক আজও ঘোচেনি মানুষের মনের মধ্য থেকে। বিশ্ব আজও বহন করে মানবতার সেই লজ্জাকে। অমানবিক শব্দ সেখানে ক্ষুদ্র।
পারমাণবিক বিস্ফোরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়েছিল ঠিক। কিন্তু পারমাণবিক রেশ বহন করেছিল জাপান। রোগে, জরায়, অসুখে সময় যাপনেই অভ্যস্ত হয়ে উঠেছিল প্রাচ্যের এই দেশ।
'ফ্যাট ম্যান' এবং 'লিটল বয়'-এর তাণ্ডবে চোখের পলকে ধ্বংস হয় দুটি শহর। চারদিকে কান্নার আওয়াজও ছিল না।
কারণ জীবন কোথায়, কোথায় জীবন্ত প্রাণ! সবটাই তখন ভস্মীভূত। ঝলসে যাওয়া মুহুর্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -