Bangladesh Lockdown: শিকেয় দূরত্ববিধি, লকডাউন ঘোষণা হতেই ঢাকা ছাড়ার ব্যস্ততা
বাড়ছে করোনা, বাড়ছে আতঙ্কও। অতিমারিকে বশে আনতে বাংলাদেশে রাজধানী ঢাকায় জারি হয়েছে ৮ দিনের লকডাউন। (ছবি: Munir uz zaman/AFP)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৮ দিনের এই লকডাউনে অবশ্য ছাড় পাচ্ছে সমস্ত অত্যাবশ্যকীয় পরিষেবা। (ছবি: Munir uz zaman/AFP)
৮ দিনের লকডাউন চলাকানীন কেউ ঢাকা শহরের বাইরে যেতে পারবেন না। এই খবরেই ছড়িয়ে পড়েছে বাড়ি ফেরবার ব্যস্ততা। (ছবি: Munir uz zaman/AFP)
ঢাকার বাইরে থেকেও অনেকে এখানে আসেন কাজের সূত্রে। আজ সড়কপথেই নিজের বাড়ি ফিরে যাচ্ছেন তাঁরা। আর সেই ভিড়েই কার্যত শিকেয় উঠেছে দূরত্ববিধি। (ছবি: Munir uz zaman/AFP)
একদিনে করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ গ্রাস করছে জনজীবনকে। অন্যদিকে ভয় ধরাচ্ছে ভ্যাকসিনের আকাল। (ছবি: Munir uz zaman/AFP)
বাংলাদেশে ক্রমশই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সেজন্য ১৪ এপ্রিল মধ্যরাত থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। (ছবি: Munir uz zaman/AFP)
এই লকডাউনে বন্ধ থাকবে সমস্তরকম যাত্রীবাহী গাড়ি। কেবল মালবাহী গাড়ি প্রয়োজন মত চলতে পারে। (ছবি: Munir uz zaman/AFP)
ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হলে ভ্যাকসিন কার্ড নিয়ে বেরনো জরুরি। (ছবি: Munir uz zaman/AFP)
নিয়ম মেনে সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা বাজারে কেনা যাবে খাদ্য সামগ্রী (ছবি: Munir uz zaman/AFP)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -