Afghanistan : তালিবানদের কাবুল দখলের পর দেশ ছাড়ার জন্য হুড়োহুড়ি, বিমানবন্দরে নৈরাজ্য, ধাক্কাধাক্কি
২০ বছর পর আফগানিস্তানে ফের তালিবান রাজত্ব। তালিবানের ঘোষণা, এবার থেকে দেশের নাম হবে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদমবন্ধ পরিবেশ এড়াতে দেশ ছাড়ার জন্য হুড়োহুড়ি। বিমানবন্দরে তৈরি হয়েছে নৈরাজ্য। বিমানে ওঠার জন্য রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়।
সংবাদ সংস্থা রয়টার্সকে তালিবান মুখপাত্র জানিয়েছে, একলা বাইরে যেতে পারবেন মহিলারা। তবে সেক্ষেত্রে অবশ্যই হিজাব পরতে হবে তাদের।
এর মধ্যেই হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানমবন্দরে মার্কিন সেনার গুলিতে ৩ জনের মৃত্যু হয়েছে।
কাবুলের নতুন গভর্নর হলেন মোল্লা শিরিন। কাবুলের বাসিন্দাদের জীবন এবং সম্পত্তি সুরক্ষিত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।
অন্যদিকে, গতকাল পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরফ গনি। রক্তক্ষয় এড়াতেই পদত্যাগ বলে দাবি করেছেন তিনি।
দেশ ছেড়ে পালিয়েছেন প্রতিরক্ষামন্ত্রীও। রাষ্ট্রপতি ভবনের দখল নেওয়ার পরেই কাবুলে বিস্ফোরণ হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় অসামরিক উড়ান চলাচল।
কাবুল দখল হওয়ার পরেই দেশ ছাড়েন মার্কিন রাষ্ট্রদূত।দূতাবাসের কর্মীদের ফেরানোর কাজ শুরু করেছে আমেরিকা, সুইৎজারল্যান্ড-সহ একাধিক দেশ। কাবুলে জারি হয়েছে কার্ফু।
আফগানিস্তানে পালাবদলের পরেই বিশ্ব-রাজনীতিতে তোলপাড়। তালিবান সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে ব্রিটেন ও রাশিয়া। আমেরিকা-সহ ৬৫টি দেশ হিংসা, প্রাণহানি এড়ানোর আবেদন জানিয়েছে।
ক্ষমতা দখলের পরেই তালিবানের ঘোষণা, এবার থেকে দেশের নাম হবে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। কাবুল দখল হওয়ার পরেই দেশ ছাড়তে শুরু করেছেন আমেরিকা, সুইৎজারল্যান্ড-সহ একাধিক দেশের দূতাবাস কর্মী ও নাগরিকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -