Taliban: হাতে AK-47 রাইফেল-সহ অত্যাধুনিক অস্ত্র! আফগান কুর্সি দখল তালিবানের
আফগানিস্তান ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসরফ গনি। এরপরই প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেয় তালিবান। কিছুক্ষণের মধ্যেই সরকার গঠন করতে চলেছে তালিবান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা গিয়েছে, দেশের নাম বদল করে 'ইসলামিক এমিরেট অব আফগানিস্তান' রাখার কথা রয়েছে। ইতিমধ্যেই কাবুলে জারি করা হল কার্ফু। রাস্তায় টহলদারি শুরু করেছে তালিবান।
প্রেসিডেন্টের বাসভবনে তালিবানদের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক শেষে পদত্যাগ করেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি।
পদত্যাগের পরই আফগানিস্তান ত্যাগ করেছেন তিনি। এরপরই আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবনের দখল নেয় তালিবান।
দুই দশক পর ফের আফগানিস্তানে তালিবান-রাজ শুরু। হাতে অত্যাধুনিক অস্ত্র নিয়েই প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে তালিবান।
এদিকে, তালিবান সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে বহু দেশ। তালিবানি সরকার গঠনের পর সিঁদুরে মেঘ দেখছে ভারত।
কাবুলের নতুন গভর্নর হলেন মোল্লা শিরিন। কাবুলের বাসিন্দাদের জীবন এবং সম্পত্তি সুরক্ষিত থাকবে। সবাই শান্ত থাকুন। গভর্নর হওয়ার পরই ঘোষণা মোল্লা শিরিনের।
আমেরিকা ও ন্যাটো বাহিনীর সেনা সরতেই গত দেড় মাসে গোটা আফগানিস্তান তালিবানের কবজায়। গত ১৪ এপ্রিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা সরানোর কথা ঘোষণা করেন।
১ মে থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। এর ঠিক তিন দিনের মাথায় সক্রিয় হয়ে ওঠে তালিবান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -