Gaza Death Toll: ইজরায়েলি হানায় গাজায় নিহত ৮৩ প্যালেস্তিনীয়, জখম প্রায় ৫০০
আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত। ইজরায়েল ও হামাসের এই লড়াইয়ে গাজায় অন্তত ৮৩ প্যালেস্তিনীয়দের মৃত্য়ু হয়েছে। মৃতদের তালিকায় রয়েছে ১৭ শিশু ও বহু মহিলাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আহতের সংখ্যা প্রায় ৫০০ ছুঁইছুঁই। উল্টোদিকে, গাজা সীমান্তে প্রহরারত এক ইজরায়েলী জওয়ানের মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন এক ভারতীয় সহ ৬ নাগরিক।
২০০৭ সালে প্যালেস্তিনীয় বাহিনীর থেকে গাজাকে ছিনিয়ে নেয় হামাস। সেই থেকে গাজা হামাসের দখলে। এদিন জঙ্গি সংগঠনের তরফে স্বীকার করা হয়েছে, ইজরায়েলি হানায় তাদের এক শীর্ষস্তরীয় কমান্ডার সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। যদিও, ইজরায়েলের দাবি, বহু জঙ্গি নিধন হয়েছে। হামাস তা স্বীকার করছে না।
ইজরায়েলের বাহিনী জানিয়েছে, বুধবার তারা গাজা সীমান্তে হামাসের দূর্গে বিপুলভাবে বোমা ও রকেট নিক্ষেপ করে। তেল আভিভের দাবি, এর ফলে, হামাসের অন্তত ১০ শীর্ষ কমান্ডারের মৃত্যু হয়েছে। বেশ কিছু বহুতল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ওই বহুতলগুলিতেই থাকত হামাসের কমান্ডাররা বলে খবর।
ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে সংঘাত কয়েক দশকের পুরনো। সম্প্রতি, তাতে নতুন করে ঘৃতাহুতি পড়ে। গত এক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে রকেট হানা ক্রমাগত চলছে।
বুধবার সকালে গাজায় আকাশপথে হানা দেয় ইজরায়েলি বায়ুসেনা। মিসাইল নিক্ষেপ করে গুড়িয়ে দেওয়া হয় একাধিক বহুতল। উল্টোদিকে, হামাস ও অন্যান্য প্যালেস্তিনীয় জঙ্গি তেলআভিভ ও বীরশেবা লক্ষ্য মুহূর্মুহূ রকেট ছোড়ে। আকাশপথে এই হানার পরই গোটা অঞ্চলে সার্বিক পরিস্থিত অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে।
সবপক্ষকে উত্তেজনা প্রশমনের অনুরোধ করেছে আন্তর্জাতিক মহল। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেন মার্কিন বিদেশসচিব। পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি তিনি উত্তেজনা কমানোর পরামর্শ দেন।
এদিকে, এই সংঘাতের ফলে ক্ষিপ্ত হয়ে উঠেছে ইজরায়েলে বসবাসকারী আরবী সম্প্রদায়। বিভিন্ন জায়গায় ইজরায়েলি বাহিনী ও ইজরায়েলে বসবাসকারী প্যালেস্তিনীয়দের মধ্যে সংঘর্ষ বেধেছে বলে খবর মিলেছে। এই পরিস্থিতিতে, শহরে বাড়তি বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।
ইজরায়েল ও প্যালেস্তাইনের এই সংঘর্ষ নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে চিন। এই প্রসঙ্গে তারা রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাছে বিষয়টি উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে চিন।
অন্যদিকে, প্য়ালেস্তাইনের সমর্থনে এগিয়ে এসেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। রাশিয়া জানিয়েছে, অবিলম্বে সব অভিযান বন্ধ করা উচিত ইজরায়েলের। পরিস্থিতি বিচার করে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -