Ship struck in Suez Canal: সুয়েজ খালে আটকে তাইওয়ানের ভেসেল, বন্ধ নৌ চলাচল
সুয়েজ খালে যানজট! হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও, সেটাই হয়েছে। তাইওয়ানের একটি সংস্থার ৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার চওড়া একটি ভেসেল আটকে গিয়েছে। তার ফলে যাবতীয় নৌ চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। ছবি সৌজন্যে এএফপি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভেসেলটি না সরানো পর্যন্ত যাবতীয় নৌ চলাচল বন্ধ রাখা হচ্ছে। ছবি সৌজন্যে এএফপি
এম ভি এভারগ্রিন ভেসেলটি এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহণের কাজ করে। সেই ভেসেলটি মঙ্গলবার হঠাৎ একদিকে হেলে যায়। তারপর থেকেই মাটি কাটার যন্ত্র এনে নানাভাবে ভেসেলটিকে সরানোর চেষ্টা চলছে। ছবি সৌজন্যে এএফপি
শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও ভেসেলটিকে সরানোর চেষ্টা চলছে। ছবি সৌজন্যে এএফপি
এম ভি এভারগ্রিনে যে ২৫ জন কর্মী ছিলেন, তাঁদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ছবি সৌজন্যে এএফপি
সুয়েজ খালের মুখ বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছে অন্তত ১৫০টি জাহাজ। ভূমধ্য সাগর, লোহিত সাগরে আটকে আছে জাহাজগুলি। ছবি সৌজন্যে এএফপি
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, দুর্ঘটনার আগে এম ভি এভারগ্রিন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে অবশ্য সংস্থার পক্ষ থেকে এই খবর অস্বীকার করা হয়েছে। ছবি সৌজন্যে এএফপি
সুয়েজ খাল দিয়ে পরিবহণ বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিম এশিয়া থেকে ইউরোপে তেল ও গ্যাস সরবরাহে প্রভাব পড়তে চলছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। ছবি সৌজন্যে এএফপি
মিশরের ব্যবসা-বাণিজ্য সুয়েজ খালের উপর নির্ভরশীল। ফলে এই খালের মুখ বন্ধ হয়ে যাওয়ায় মিশরের অর্থনীতির উপর প্রভাব পড়ছে। ছবি সৌজন্যে এএফপি
করোনা আবহে মিশরে আটকে পড়ায় নাবিকরাও সমস্যায় পড়েছেন। ছবি সৌজন্যে এএফপি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -