Guinness World Record: বিশ্বমঞ্চে নয়া শিরোপা ভারতের যোগব্যায়ামের
ভারতের প্রাচীন সভ্যতার হাত ধরে উৎপত্তি যোগব্যায়ামের। বহু প্রাচীনকাল থেকে সুস্থ ও নীরোগ জীবনের জন্য ভরসা যোগব্যায়াম। ভারতের পাশাপাশি যোগব্যায়ামের চাহিদা এখন বিশ্বজুড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় যোগব্যায়ামের কদর বিশ্বজুড়েই। বিশ্বের নানা কোণায় যোগব্যায়ামের অভ্যাস ছড়িয়ে দেওয়ার কাজে উদ্যোগী ভারত সরকার। এমনই একটি কারণে যোগব্যায়াম নিয়ে একটি বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন হয়েছিল কাতারে।
কাতারের ভারতীয় দূতাবাসের সহায়তায় Indian Sports Centre-এর তরফে কাতারে একটি যোগব্যায়াম ক্যাম্প আয়োজন করা হয়েছিল। সেখানে ১১৪টি দেশের বাসিন্দাদের এনে একসঙ্গে যোগাভ্যাস করা হয়েছিল।
এই অনুষ্ঠানের জন্যই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল ওই অনুষ্ঠানের। একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক দেশের নাগরিকদের এক মঞ্চে এনে যোগব্যায়াম শিবিরের আয়োজন করানোর জন্য এই শিরোপা মিলেছে।
২০২২ সালের ২৫ মার্চ কাতারের দোহায় আয়োজিত হয়েছিল ওই অনুষ্ঠানটি। এই শিরোপা কাতারের সামাজিক বৈচিত্র্যর প্রতি উৎসর্গ করা হয়েছে। পাশাপাশি এই বছরেই কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ। সেটির প্রতিও উৎসর্গ করা হয়েছে এই সাফল্য।
৪০ মিনিট ধরে হয়েছিল এই শিবির। যোগদানকারীরা একাধিক যোগাভ্যাসের প্রদর্শন করেছিল শিবিরে। বিষয়টি নিয়ে টুইট করা হয়েছিল ভারতীয় এমব্যাসির তরফে। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অনুষ্ঠানের প্রশংসা করে টুইট করেন।
এই অনুষ্ঠানটি যে গিনেসের শিরোপা পেয়েছে। সেই খবর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তরফে টুইট করে জানানো হয়েছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
আফগানিস্তান, আর্জেন্টিনা, বেলজিয়াম, কানাডা, চিন, ডেনমার্ক, ইজিপ্ট, ফ্রান্স, জর্ডন, সুইজারল্যান্ডের সঙ্গে আরও একাধিক ছোট-বড় দেশ থেকে যোগব্যায়াম উৎসাহীরা এসেছিলেন। ছবি সূত্র: pixabay, কাতারে ভারতীয় দূতাবাস, গিনেস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ডের টুইটার হ্যান্ডেল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -