দেশ বাঁচাতে কি সত্যিই হাতে অস্ত্র তুলে নিয়েছেন ইউক্রেন সুন্দরী ! ভুল খবর, সত্যি কী ?
সৌন্দর্য প্রতিযোগিতা এবং গ্ল্যামার জগৎ থেকে সরাসরি নাকি যুদ্ধের মঞ্চে! এক দাবিতেই সাড়া ফেললেন প্রাক্তন মিস গ্র্যান্ড ইউক্রেন আনাস্তেসিয়া লেনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে ইউক্রেনীয় সেনার পোশাকে, অস্ত্রহাতে দেখা যায় তাঁকে। রুশ আগ্রাসনের মোকাবিলায় সকলকে আহ্বান জানান তিনি।
রাষ্ট্রনেতা ভোলোদিমির জেলেনস্কি এবং কিভের মেয়র ভিতালি ক্লিৎসচকো দেশবাসীকে অস্তহাতে নামতে অনুপ্রেরণা জোগান। তার পরই ওই ছবি পোস্ট করেন অ্যানাস্তেসিয়া।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির কথা জানান আনাস্তেসিয়া। সেনার পোশাকে, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে একটি পরিত্যক্ত ভবনের সামনে নিজের ছবি পোস্ট করেন তিনি।
রুশ সেনার উদ্দেশে আনাস্তেসিয়ার হুঁশিয়ারি, ‘আক্রমণের উদ্দেশ্য নিয়ে যে বা যাঁরা ইউক্রেন সীমান্ত পেরিয়ে ঢুকবে, তাঁদের মৃত্যু অবধারিত।’ তবে সত্যিই সত্যেই সেনায় যোগ দেননি তিনি। বরং যুদ্ধক্ষেত্রে সেনার আচরণ বুঝতে এয়ারসফ্ট নামের একটি কর্মসূচিতে যোগ দেন। সেখানেই ছবিটি তোলা হয়।
২০১৫ সালে মিস গ্র্যান্ড ইউক্রেন খেতাব জেতেন আনাস্তেসিয়া। দেশের তারকা মহলে পরিচিত নাম তিনি।
১৩ বছর বয়স থেকে তিনি মডেলিং করছেন। ২০১৫ সালে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল সৌন্দর্য প্রতিযোগিতাতেও অংশ নেন তিনি।
তবে শুধু দেখনদারির ছকে আনাস্তেসিয়াকে বেঁধে ফেলা মুশকিল। কারণ কিভের স্লাভিস্তিক ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এবং ম্যানেজমেন্টের ডিগ্রি রয়েছে তাঁর।
পাঁচটি ভাষা রপ্ত করেছেন। তুরস্কে অনুবাদক হিসেবেও কাজ করেছেন।
বৃহস্পতিবার রুশ সেনা ইউক্রেনে ঢুকতে শুরু করলে গোড়া থেকেই সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান তিনি। অস্ত্র হাতে নিজেও রাশিয়ার মোকাবিলায় নেমেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -