Bizzare Airport: পাহাড় থেকে সমুদ্রের ওপর রানওয়ে, দেখুন পৃথিবীর অত্যাশ্চর্য এয়ারপোর্ট
বিমানবন্দর আর এমনকী দেখতে। সেই এক রানওয়ে, টার্মিনাল, লাগেজ কাউন্টার- এ সবই তো ভাবছেন? কিন্তু বিশ্বে এমন কিছু রানওয়ে আছে যা দেখলে অবাক বনে যেতে হয়। কোথাও সমুদ্রের ওপর, কোথাও মাঝ রাস্তায়, কোথাও আবার রেললাইনের মাঝেই তৈরি হয়েছে বিমানবন্দর। জিব্রাল্টার এয়ারপোর্ট রাস্তার মধ্যিখানে রানওয়ে এই বিমানবন্দরের। উইনস্টন চার্চিল অ্যাভেন্যুউতে এই রানওয়ে রীতিমত ভয় ধরানো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকানসাই এয়ারপোর্ট জাপানের ওসাকা এলাকায় অবস্থিত এই বিমানবন্দরটি বানানো হয়েছে একেবারে কৃত্রিম দ্বীপের ওপর।
দন মুয়াং এয়ারপোর্ট থাইল্যান্ডের ব্যাংকক শহরের বিমানবন্দরটিকে ভাল করলে দেখলে দেখা যাবে গলফ কোর্সের পাশেই রয়েছে রানওয়ে। যখন বিমান ল্যান্ড করে সেই সময় যদিও খেলা বন্ধ রাখতে হয়।
ফিনিক্স এয়ারপোর্ট সম্পূর্ণ বরফে ঢাকা এই রানওয়েটি অত্যন্ত বিপজ্জনকও বটে। কারণ এর অবস্থান আন্টার্কটিকায়।
ক্রিশিয়ানো রোনাল্ডো এয়ারপোর্ট সমুদ্রের ওপর ১৮০টি স্তম্ভ বানিয়ে এই রানওয়ে তৈরি করা হয়েছে। ৭০ মিটার দীর্ঘ রানওয়েটি বেশ নজরকাড়া
ম্যাকাউ এয়ারপোর্ট চিনের ম্যাকাউ প্রদেশের তাইপাতে সমুদ্রের মধ্যে তৈরি করা হয়েছে এয়ারপোর্টটিকে।
সাবা এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের এয়ারপোর্ট এটি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডাচ আইল্যান্ড অফ সাবাতে অবস্থিত এই বিমানবন্দরটি।
গিসবোর্ন এয়ারপোর্ট রানওয়ের ওপর দিয়েই তৈরি হয়েছে রেললাইনটি। ট্রেনের টাইম দেখে কিংবা বিমানের টাইম দেখে চলে যাতায়াত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -