International Yoga Day 2022: আমেরিকায় একাধিক জায়গায় যোগ শিবির, মিলল বিপুল সাড়া
বহু প্রাচীন কাল থেকেই ভারতের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যোগ। বিভিন্ন রোগ ঠেকাতে, শরীর ভাল রাখতে এবং নিয়মিত শরীরচর্চা করতে ভরসা যোগব্যায়াম। ভারতের এই প্রাচীন জ্ঞান বিশ্বের অন্য দেশগুলিতেও আপন করে নেওয়া হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকাধিক উপকারের জন্য ইতিমধ্যেই বিশ্বমঞ্চে সমাদৃত ভারতীয় যোগ। যোগাভ্যাসকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ভারত সরকার। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মূলত ভারতীয় দূতাবাসের উদ্যোগে বিভিন্ন দেশে আয়োজন করা হয় যোগ শিবিরের।
একই ছবি দেখা গিয়েছে আমেরিকাতেও। ভারতীয় দূতাবাসের উদ্য়োগে শনিবার ওয়াশিংটনে আয়োজন করা হয়েছে যোগ শিবিরের। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য়ই এমন উদ্যোগ। ওয়াশিংটন মনুমেন্টে এই শিবির আয়োজন করা হয়েছিল।
সেদেশে থাকা ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভুতদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্র থেকে ইচ্ছুকরা যোগ দিয়েছিলেন এই শিবিরে। আমেরিকার প্রশাসন, রাজনীতিবিদ, শিল্প জগৎ, সংবাদমাধ্যম জগৎ থেকেও যোগ দিয়েছিলেন অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত US National Science Foundation-এর ডিরেক্টর সেথুরামান পঞ্চনাথন (Dr Sethuraman Panchanathan) বলেন, 'ভারতের তরফে বিশ্বকে সবচেয়ে বড় উপহার হল যোগব্যায়াম।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিত সিং সান্ধু। তিনি বলেন, 'শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক ভাবে সুস্থ থাকার জন্য যোগ জরুরি।' কোভিড-পরবর্তী সময়ে যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা আরও বেড়েছে বলে জানান তিনি।
আমেরিকায় নিউইয়র্ক, শিকাগো, হাউস্টন, আটলান্টা এবং সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসের তরফেও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে। সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ন্যাশনাল পার্ক, আটলান্টার নিউটাউন পার্ক, শিকাগোর গ্রান্ট পার্ক, ডালাসের মহাত্মা গান্ধী মেমোরিয়াল, হাউস্টনের ডিসকভারিরে গ্রিনে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ছবি সূত্র: আমেরিকার ভারতীয় দূতাবাসের টুইটার হ্যান্ডেল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -