Manas Sarovar: নীল টলটলে অপূর্ব সেই হ্রদ, কিন্তু জলস্পর্শ বারণ! পুরাণের রীতি এখনও মানেন পর্যটকরা
মানস সরোবর যাত্রাপথে একটি নীল রঙা শান্ত হ্রদ। পাশে নুড়ি কাঁকড় ছড়িইয়ে ছিটিয়ে রয়েছে। পর্বত ঘেরা সেই হ্রদ দেখলেই চোখ জুড়িয়ে যায়। মনে হয় একটা ডুব দিলে মন্দ কী? কিন্তু এখানেই বাধা! এই মনবাঞ্চনা পূরণ হবে না আপনার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকৈলাস-মানস সরোবর যাত্রায় রাক্ষসতাল একটি পর্যটন স্থান। রাক্ষসতালের অবস্থান তিব্বতে। এই হ্রদ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে আঞ্চলিক বৌদ্ধ ও হিন্দু পুরাণের সঙ্গে।
দুই ধর্মের জন্যই এটা একটা তীর্থস্থান। এটি ঈশ্বরদের বাসস্থান হিসেবেও খ্যাত। আরেক তীর্থস্থান কৈলাস পর্বতে যাওয়ার মূল পথেও এটা পড়ে।
রাক্ষস যার অর্থ শয়তান এবং তাল অর্থ হ্রদ। কথিত আছে, রামায়ণে বর্ণিত লঙ্কাধিপতি রাক্ষসরাজ রাবন তার তপস্যা বলে এটি সৃষ্টি করেছিলেন।
অসুরাধিপতি রাবণের সঙ্গে এই হ্রদ যুক্ত হওয়ার কারণে রাক্ষসতালকে কখনই একটি শুভ হিসেবে দেখা হয় না।
তাই কৈলাস মানস সরোবর ভ্রমণে আসা তীর্থযাত্রীরা এই জলপান তো দূর, স্পর্শও করেন না।
বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন এই হ্রদের জলের স্পর্শে একজন তীর্থযাত্রী দুর্ভাগ্য বা অশুভকে আকৃষ্ট করতে পারে।
মানসরোবর যাত্রা পথে এই হ্রদের কাছাকাছিও কেউ যায় না। দূর থেকেই ছবি তুলে কিংবা প্রাকৃতিক দৃশ্য দেখে থাকে। ছবি সৌজন্যে- Pixabay, Pexels এবং Unsplash ওয়েবসাইট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -