Baby Elephant Rescued:জলের খাঁড়িতে পড়ে ছটফট করছিল হস্তিশাবক, দুরন্ত উদ্ধার বনকর্মীদের! ভাইরাল ভিডিও
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে', এ মোটামুটি আমরা সকলেই জানি। কিন্তু বনের গভীরেই যদি মায়ের কোল থেকে হারিয়ে যায় শিশু? এমন অবস্থায় মা ও শিশু ঠিক কী রকম ছটফট করতে থাকে, তা দেখেছিলেন মুড়ুমালাই টাইগার রিজার্ভের বন দফতরের কর্মীরা। মাদি হাতিটি তখন উদ্বেগে দিশাহারা, তার সন্তান পড়ে গিয়েছে জলের খাঁড়িতে। (ছবি:Supriya Sahu IAS X Handle-র ভিডিও থেকে নেওয়া স্ক্রিনগ্র্যাব)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোট একটি হাতি জলের খাঁড়িতে পড়ে গিয়ে নাকানিচোবানি খাচ্ছে, কিন্তু কিছুতেই উঠতে পারছে না। টহলে বেরিয়ে এই দৃশ্য নজরে পড়ে তামিলনাড়ুর মুড়ুমালাই টাইগার রিজার্ভের বনকর্মীদের। সঙ্গে দেখেন, অদূরেই একটি মাদি হাতি উদ্বিগ্ন হয়ে ঘোরাফেরা করছে। (ছবি:Supriya Sahu IAS X Handle-র ভিডিও থেকে নেওয়া স্ক্রিনগ্র্যাব)
এর পরেই শুরু হয়ে যায় হস্তিশাবকের উদ্ধার অভিযান। কয়েক জন মিলে বেশ কিছু ক্ষণ ধরে জলের খাঁড়ি থেকে শাবকটিতে তোলার চেষ্টা করেন। (ছবি:Supriya Sahu IAS X Handle-র ভিডিও থেকে নেওয়া স্ক্রিনগ্র্যাব)
এদিকে হাতির ছানাটিও ভয়ে-উৎকণ্ঠায় দিশাহারা। অবশেষে প্রথমে সামনের পায়ে ভর দিয়ে উপরে ওঠে সে। (ছবি:Supriya Sahu IAS X Handle-র ভিডিও থেকে নেওয়া স্ক্রিনগ্র্যাব)
দেহের বাকি অংশ-সহ পিছনের পা দুটি তুলে দেন বনকর্মীরা। কোনওক্রমে বিপদ থেকে রক্ষা পেলেও ভয় কাটেনি হস্তিশাবকের। টলোমলো পায়ে কোথাও একটা চলে যাওয়ার চেষ্টা করতে থাকে সে। (ছবি:Supriya Sahu IAS X Handle-র ভিডিও থেকে নেওয়া স্ক্রিনগ্র্যাব)
তাকে ধরে ফেলেন বনকর্মীরাই। গায়ে হাত বোলান। শান্ত করেন। একটু যেন স্থির হয় সদ্য বিপদ কাটিয়ে ওঠা ওই শাবক। এই উদ্ধার পর্বের ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। তার পরই তা ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। (ছবি:Supriya Sahu IAS X Handle-র ভিডিও থেকে নেওয়া স্ক্রিনগ্র্যাব)
শুধু উদ্ধার করেই যে বনকর্মীরা নিজেদের দায়িত্ব শেষ করেছেন তা নয়। উদ্বিগ্ন মায়ের কোলে, জঙ্গলের গভীরে যে শাবকটিকে ফেরানো গিয়েছে, সেটিও স্পষ্ট আরও একটি ভিডিওয়।(ছবি:Supriya Sahu IAS X Handle-র ভিডিও থেকে নেওয়া স্ক্রিনগ্র্যাব)
এমন ভিডিও দেখে যারপরনাই সন্তুষ্ট নেটিজেনরা। গত কাল থেকে এ পর্যন্ত 'বিপুল ভিউজ' এসেছে ভিডিওদুটির। (ছবি:Supriya Sahu IAS X Handle-র ভিডিও থেকে নেওয়া স্ক্রিনগ্র্যাব)
বনকর্মীরা যে দ্রুততায় শাবকটির সাহায্য়ে এগিয়ে গিয়েছিলেন, তার প্রশংসা করতে দেখা গিয়েছে ওই আইএএস অফিসারকেও। ভিডিও দেখে, নেটিজেনদের অনেকেরই প্রতিক্রিয়া, ভাগ্যিস বনকর্মীরা সেই সময় টহলে বেরিয়েছিলেন...(ছবি:Supriya Sahu IAS X Handle-র ভিডিও থেকে নেওয়া স্ক্রিনগ্র্যাব)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -