Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ellora Cave: এলোরা গুহায় লিফট! কোন মাইলফলক ছোঁবে ভারতের এই ওয়ার্ল্ড হেরিটেজ?
মহারাষ্ট্রের এলোরা গুহা। ভারতের প্রাচীন সংস্কৃতির অনন্য নিদর্শন। মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদের কাছে রয়েছে এই গুহা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (archaeological survey of india) ঔরঙ্গাবাদ সার্কেলের অধীনের রয়েছে এলোরা। তারাই এটি দেখাশোনা করে থাকে। এবার সেখানেই বসতে চলেছে হাইড্রোলিক লিফট।
এলোরা গুহা UNESCO ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে। এএসআইয়ের তরফে জানানো হয়েছে। দেশে এটিই প্রথম কোনও সৌধ হবে যেখানে হাইড্রোলিক লিফট থাকবে।
ঔরঙ্গাবাদ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে রয়েছে এলোরা গুহাগুলি। বিশ্বের মধ্যে অন্যতম বড় Rock-Cut Temple Complex-গুলির মধ্যে একটি হল এলোরা। হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রভাব রয়েছে এখানকার স্থাপত্য ও ভাস্কর্যে।
প্রতিবছর দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক একটি এলোরা দেখতে আসে। এই চত্বরে মোট ৩৪টি গুহা রয়েছে। তার মধ্যে একটি কৈলাস গুহা। যার দ্বিতল কাঠামো রয়েছে। পর্যটকদের সিঁড়িতে চড়ে উপরে যেতে হয়, জানাচ্ছেন এএসআই কর্তারা।
সিঁড়ি ও Ramp থাকলেও আরও সুবিধার জন্য ছোট লিফট বসানোর প্রস্তাব দিয়েছে ASI. এটা হলে এলোরা দেশের মধ্যে প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হবে যেখানে লিফট থাকবে।
এছাড়াও সেখানকার ভাস্কর্য ও গুহার কাঠামো ভাল রাখার জন্য় একাধিক পরিকল্পনা নিচ্ছে এএসআই।
এলোরা গুহা চত্বরে টয়লেট ব্লক, বিদ্যুৎচালিত যানের সুবিধা দেওয়ার জন্যও কাজ করা হচ্ছে। সব ছবি: Archaeological Survey of India-এর টুইটার পেজ এবং ইন্সটাগ্রাম পেজ থেকে পাওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -