Viral News:শুঁড়ে শুঁড় দিয়ে খেলছে ২ হস্তিশাবক, ভাইরাল IAS অফিসারের পোস্ট করা ভিডিও
কথায় বলে, 'পায়ে পা দিয়ে ঝগড়া'। এখানে ছবিটা একটু আলাদা। এখানে খুনসুটি হয় শুঁড়ে শুঁড় লাগিয়ে। মা-বাবারা আশপাশেই রয়েছে। তাদের মাঝে নিশ্চিন্তে খুনসুটিতে ব্যস্ত দুই হস্তিশাবক। গল্প নয়, ফিল্মের জন্য শ্যুটিংও নয়। তামিলনাড়ুর এক অরণ্যের কোনও এক মুহূর্ত এটি। (ছবি:Supriya Sahu IAS X Handle)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই মুহূর্তের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন আইএএফ অফিসার সু্প্রিয়া সাহু। দেখে মুগ্ধ নেটিজেনরা। (ছবি:Supriya Sahu IAS X Handle)
তামিলনাড়ুর পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে এই আমলা যে অত্যন্ত সক্রিয়, সেটি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নানা পোস্টে চোখ বোলালেই বোঝা যায়। যেমন, নীলগিরি-সফরের সময় বোম্মু এবং রঘু নামে এই দুটি হাতির ছবি পোস্ট করেন সুপ্রিয়া। সঙ্গে লেখেন, এই দুজনকে দেখে না এলে 'নীলগিরি-সফর' শেষ হয় না। (ছবি:Supriya Sahu IAS X Handle)
হাতির নানা ছবি তো রয়েছেই, পাশাপাশি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন পাখি, সরীসৃপ, কচ্ছপ--একাধিক প্রাণীরই দেখা পাওয়া যায়। (ছবি:Supriya Sahu IAS X Handle)
সেই সুপ্রিয়া এবার দুই হস্তিশাবকের খুনসুটির এমন ভিডিও পোস্ট করতেই তাই অত্যন্ত জনপ্রিয় হয়েছে। গত কাল ভিডিওটি পোস্ট করেন তিনি। এখনও পর্যন্ত তা ১৩ হাজার লাইক পেয়েছে। (ছবি:Supriya Sahu IAS X Handle)
সবুজ প্রকৃতির মাঝে, নিজেদের মতো খেলায় মেতে দুই হস্তিশাবক। আশপাশ দিয়ে প্রমাণ মাপের হাতিদের হেঁটে চলে বেড়াতে দেখা যাচ্ছে বটে। কিন্তু দুই শাবকের খেলা-খুনসুটি নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয় তারা। (ছবি:Supriya Sahu IAS X Handle)
ঠিক যেমন খেলার মাঠে দুই মানবশিশু যখন নিজেদের মতো ব্যস্ত থাকে, আর আশপাশে হাজির অভিভাবকরা তাদের দিকে নজর রাখলেও ছোটখাটো খুনসুটিতে আমল দেন না, এও অনেকটা তেমনই। (ছবি:Supriya Sahu IAS X Handle)
'লাইকস'-র পাশাপাশি ভিডিওয় কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, দুজন এমন ভাবে শুঁড়ে শুঁড় মিলিয়ে খেলা করছে, দেখে চোখ ফেরানো যায় না। কেউ আবার প্রকৃতির মধ্যে এমন নিষ্পাপ খুনসুটির তারিফে মগ্ন। সব মিলিয়ে তীব্র জনপ্রিয় এটি। (ছবি:Supriya Sahu IAS X Handle)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -