Viral News:গ্রামের গল্প থেকে বোনের সঙ্গে খুনসুটি, নেটদুনিয়া কাঁপাচ্ছে পাকিস্তানের কনিষ্ঠতম Vlogger
ইউটিউবারদের 'ফলো' করেন? তা হলে এই খুদের ভিডিও এতদিনে নিশ্চয়ই দেখে ফেলেছেন। পাকিস্তানের সর্বকনিষ্ঠ এই ভ্লগারের নাম মহম্মদ সিরাজ। গিলগিট-বালটিস্তানে সাদামাঠা বাড়ি তার। তাতে কী? এই বয়সেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে সিরাজ। (ছবি:Siraj Instagram)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রত্যেকটি ভিডিওর শুরুতেই যে এনার্জি নিয়ে সে দর্শকদের অভ্যর্থনা জানায়, তা কোনও ৬ বছরের বাচ্চার পক্ষে অবাক করার মতো। বাকি কনটেন্ট জোড়ো শুধু নিজের গ্রাম এবং পারিবারিক জীবনের ছোটখাটো গল্প। তাতেই বুঁদ নেটিজেনরা। (ছবি:Siraj Instagram)
কখনও বাবা, কখনও ঠাকুর্দার সঙ্গে ছবি দেয় সিরাজ। 'সিরাজি ভিলেজ ভ্লগস' নামে ইউটিউব চ্যানেলের পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে গিলগিট-বালটিস্তান এলাকার প্রত্যন্ত খাপলু গ্রামের এই খুদে বাসিন্দার। (ছবি:Siraj Instagram)
কতটা প্রত্যন্ত এই গ্রাম? একটি ভিডিওয় খুদে আক্ষেপ করে বলছে, 'জানি না, আজ ভিডিওটা আপলোড করব কী ভাবে? আজ তো গ্রামে নেটই নেই। শুধু আজ কেন? প্রায়ই আমাদের গ্রামে নেট থাকে না। কী ভাবে যে ভিডিও আপলোড হবে?' (ছবি:Siraj Instagram)
৬ বছরের শিশুকণ্ঠে উদ্বেগের সুর শুনে হেসে কুলকিনারা পায়নি সোশ্যাল মিডিয়া। বহু ভিডিওয় আবার বোন 'মুসকান'-কে সঙ্গে নিয়েও গ্রামের গল্প বলে সিরাজ। বরফে ঢাকা খাপুল, সেখানে মুসকান ও তার দাদার নানা কীর্তিকাহিনি দেখতে খুব ভালোবাসেন নেটিজেনরা। (ছবি:Siraj Instagram)
গিলগিট-বালটিস্তান যে অসম্ভব সুন্দর, সে কথা জানা থাকলেও সিরাজের চোখ ও ভ্লগ বিভিন্ন মরশুমে তার এক এক রূপ একেবারে প্রত্যক্ষ করিয়ে দিচ্ছে। সাদামাঠা গ্রাম্যজীবন। বাহুল্য নেই। রয়েছে পারিবারিক অনুশাসন। তার মধ্যেই বাড়ছে এই শিশু। (ছবি:Siraj Instagram)
কখনও আবার বন্ধুর বাড়িতে পৌঁছে যাচ্ছে। সে কী কী খাওয়াদাওয়া হল, সে সব উঠে আসছে সিরাজের ভিডিওয়। এখনও পর্যন্ত সব মিলিয়ে ৬৬টি ভিডিও পোস্ট করেছে ৬ বছরের বাচ্চাটি। ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা ৬ লক্ষ ছাপিয়ে গিয়েছে। (ছবি:Siraj Instagram)
খুদের হাসি, তার প্রাণশক্তি, সব মিলিয়ে নেটদুনিয়ায় জমাটি উপস্থিতি। জনপ্রিয়তায় অনেককে টেক্কা দিচ্ছে গিলগিট বালটিস্তানের এই গ্রামের ছেলে। সাদামাঠা জীবনও যে এভাবে মন কাড়তে পারে, তা আরও এক বার প্রমাণ করে দিল ৬ বছরের এই বাচ্চা। (ছবি:Siraj Instagram)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -