Most Expensive Trains: ১ দিনেই লক্ষ টাকা? বিলাসে বিমানকেও হার মানাবে এই ট্রেনগুলি
সাধারণ ট্রেন ছাড়াও, ভারতীয় রেলওয়ে এমন অনেক ট্রেনও পরিচালনা করে যা প্রাসাদের চেয়ে কম নয়। এসব ট্রেনের ভাড়া হাজারে নয়, লাখ টাকায় হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appট্রেন সাধারণ মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য এবং অপরিহার্য অংশ। ভারতীয় রেল এখনও সাধারণ মানুষের জন্য সস্তা ভ্রমণের সবচেয়ে বড় মাধ্যম, কিন্তু এই রেলওয়েই আবার বিলাসিতার চরম নির্দশনও রেখেছ। এমন অনেক ট্রেন রয়েছে যার ভাড়া লক্ষাধিক।
এই ট্রেনগুলো পাঁচতারা হোটেলের চেয়ে কোনওদিন থেকেই কম নয়। এই ট্রেনের কামরার ভিতরে পা রাখলেই মনে পড়বে বিলাসবহুল হোটেলের কথা। ভারতের সবচেয়ে ব্যয়বহুল চারটি ট্রেনে কথা বলা যেতে পারে। যেগুলি মূলত পর্যটনের জন্য়ই তৈরি।
বলা হয়ে থাকে মহারাজা এক্সপ্রেস (Maharajas Express) ভারতের সবচেয়ে ব্যয়বহুল ট্রেন। এর নামের মতোই যাত্রীরা এখানে প্রায় মহারাজার মতো বিলাসই পান। ট্রেনটি চারটি বিভাগে বিভক্ত। ৭ দিনের জন্য এই ট্রেনে ভ্রমণ করলে এবং প্রেসিডেন্সিয়াল স্যুটের থাকলে ২১ লাখ টাকা পর্যন্ত দিতে হতে পারে।
মহারাজা এক্সপ্রেসের ১২টি কোচে একসঙ্গে মাত্র ৮৮ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। এই ট্রেন দিল্লি থেকে রাজস্থানের জয়পুর, উদয়পুর, যোধপুর, বারাণসী, মুম্বাইয়ের মতো অনেক জায়গায় যেতে পারে। এই ট্রেনে ডিলাক্স কেবিনে ভ্রমণ করলে একজনকে কমপক্ষে সাড়ে ছয় লক্ষ টাকা খরচ করতে হবে।
প্যালেস অন হুইলস (Palace on Wheels) ভারতের দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল ট্রেন। এই ট্রেনে চেপে আগ্রা এবং রাজস্থান ভ্রমণের সুযোগ মিলবে। এই ট্রেনে ৭ দিনের যাত্রার জন্য কমপক্ষে ৪.৮ লক্ষ টাকা খরচ করতে হতে পারে।একটি সুপার ডিলাক্স রুমের জন্য ১৩ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে।
দক্ষিণ ভারত ভ্রমণ করতে চাইলেও রয়েছে বিলাসবহুল ট্রেনের ব্যবস্থ। যেমন গোল্ডেন চ্যারিয়ট (Golden Chariot)। এই রাজকীয় ট্রেন বেঙ্গালুরু, মহীশূর, হাম্পি, বাদামি, মহাবালিপুরম, কোচির মতো জায়গায় ঘুরতে পারবে। এই ট্রেনে যাতায়াতের জন্য ২-৫ লক্ষ টাকা পকেট থেকে খসতে পারে।
ভারতের বিলাসবহুল ট্রেনের তালিকায় ডেকান ওডিসি (Deccan Odyssey) ট্রেনের নামও রয়েছে। মুম্বই থেকে এই ট্রেনটি রত্নাগিরি, গোয়া, বেলগাঁও, কোলহাপুর, পুনে, নাসিক, ঔরঙ্গাবাদ, অজন্তা ইলোরা হয়ে মুম্বইতে ফিরে আসে। এই ট্রেনের ডিলাক্স কেবিনের ভাড়া ৯ লাখ টাকা পর্যন্ত হতে পারে। প্রেসিডেন্সিয়াল স্যুটের ভাড়া প্রায় ১৫ লাখ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -