World Oceans Day 2022: পরিবেশ বাঁচাতে নজর থাকুক সমুদ্রে, বার্তা দেয় এই দিনটি
খাবার থেকে অক্সিজেন। সবকিছুরই উৎস সমুদ্র। বিজ্ঞানীরা বলে থাকেন, বিশ্বে যত পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় তার একটি সিংহভাগ আসে সমুদ্র থেকে। খাদ্য়েরও একটি বড় অংশের যোগান দেয় সমুদ্রই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্থলভাগে যে জীবমন্ডল রয়েছে, তার থেকে ঢের বড় জীবমন্ডল রয়েছে পৃ্থিবীর জলভাগে। বিশ্বের তাপমাত্রা, খাবারের জোগান, পরিবেশের ভারসাম্য। এরকম একাধিক বিষয় নির্ভর করে সমুদ্রের উপর। শুধু তাই নয়। বিশ্ব অর্থনীতিরও একটি বড় অংশ সমুদ্র্রের উপর নির্ভরশীল।
যতদিন যাবে সমুদ্র-নির্ভর শিল্পের উপর নির্ভরশীল মানুষের সংখ্যা আরও বাড়বে। কিন্তু এমন বিশাল সমুদ্রও এখন ক্লান্ত। অতিরিক্ত সম্পদ ব্যবহারের ধাক্কায়, দূষণের ধাক্কায় প্রতিনিয়ত ক্ষতি হয়ে চলেছে এই জগতের।
পরিবেশের জন্য, জীবজগতের স্থায়িত্বের জন্য সমুদ্র যে কতটা প্রয়োজনীয়, তা বোঝানোর জন্য সচেতনতা জরুরি। আর তার জন্য়ই একটি বিশেষ দিন ধার্য করা হয়। UNESCO-এর তরফে ৮ জুন বিশ্ব সমুদ্র দিবস (World Oceans Day) হিসেবে পালন করা হয়। সমুদ্র বাঁচানোর ডাক দেয় ৮ জুন ।
২০০৮ সালে ৮জুন বিশ্ব সমুদ্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সমুদ্রকে বাঁচানোর বার্তা দিতে, দূষণ রোধ করার বার্তা দিতে একটি বিশেষ দিন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
২০২২ সালে বিশ্ব সমুদ্র দিবসের থিম, রিভাইটালাইজেশন। এই বছর নিউইয়র্কে UN-এর মূল অফিসে এর অনুষ্ঠান হবে। সেটাই বিশ্বজুড়ে ব্রডকাস্ট করা হবে।
সমুদ্রে অতিরিক্ত মাছ ধরা, সমুদ্রে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা, সমুদ্রের জলে তেল ছড়িয়ে যাওয়া-ইত্যাদি নানা কারণে ক্রমশ মারাত্মক ক্ষতি হয়ে চলেছে সমুদ্রজগতের।
সামুদ্রিক প্রাণীজগত বিপন্ন হচ্ছে। ভারসাম্য হারাচ্ছে সেখানকার বাস্তুতন্ত্র। যার সরাসরি প্রভাব পড়ছে মানবজগতেও।
দূষণের কারণে, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির কারণেও প্রবল ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রের জীবজগত। সমুদ্রস্রোতের হিসেবে গন্ডগোল হচ্ছে। যার জন্য জলবায়ুর উপরেও প্রভাব পড়ছে।
বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রজগতের ভারসাম্য নষ্ট হলে খাদ্যের জোগানেও টান পড়বে। একসময়ে আর মিলবে না পর্যাপ্ত মাছ। সমস্যা হবে আরও অনেককিছু নিয়ে। তাই আগে থেকে সতর্ক করতেই বিশ্বজুড়ে সচেতনতা চালানোর বার্তা দিচ্ছে এই দিনটি। বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব সমুদ্র দিবস। সব ছবি: pixabay
- - - - - - - - - Advertisement - - - - - - - - -