Capsule Cover: রোজ ওষুধ খেতে হয়? আপনার ক্যাপসুলের মোড়কে কী রয়েছে জানেন?
প্রতিদিনের ওষুধে অনেককেই ক্যাপসুলে ভরা ওষুধ খেতে হয়। ক্যাপসুল দেখতে নানা রঙের হতে পারে। ট্য়াবলেটের মতো নয় এই ওষুধ। একটি আবরণের মধ্যে থাকে ওষুধটি। আবরণ শুদ্ধুই খেতে হয় এই ওষুধ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্যাপসুলগুলির বাইরের আবরণের দিকে তাকালে আমাদের অনেকেরই মনে হতে পারে কোনও প্লাস্টিকের তৈরি এই এটি। স্বচ্ছ ও নানা রঙের এই আবরণ একঝলক দেখলে প্লাস্টিক মনে হতে বাধ্য।
আমাদের অনেকেরই মনে হয় ক্য়াপসুলের মোড়ক প্লাস্টিকের তৈরি। এদিকে প্লাস্টিক তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাহলে তো ক্ষতি হতে পারে শরীরের? অনেকের মনেই এমন প্রশ্ন আসে। বিশেষ করে ছোটবেলায় এমন প্রশ্ন তো আসতেই পারে।
কিন্তু এই আশঙ্কার কি সত্যি কোনও দরকার রয়েছে? ওষুধের ক্যাপসুলের কভার বা মোড়কে প্লাস্টিক ব্যবহার হয় না। এমন জিনিস ব্যবহার হয়ে থাকে যা আমাদের শরীরে ক্ষতি করবে না।
তাহলে কী দিয়ে তৈরি হয় ক্যাপসুলের মোড়ক? প্লাস্টিকের নয়, এর জন্য ব্যবহার করা হয় জিলেটিন বা HMPC-এর মতো পদার্থ। যা শরীরের জন্য নিরাপদ।
জিলেটিন বা এইচপিএমসির মতো পদার্থ মানবশরীরের জন্য একেবারে নিরাপদ এবং কোনও ক্ষতি করে না।
এই ক্যাপসুলগুলির মধ্যে ওষুধগুলি কঠিন, পাউডার বা তরল আকারে হতে পারে। তবে ওষুধ যাই হোক না কেন, উপরে একটি পাতলা আবরণ থাকে। যা জলে ভিজলে অনেকটা জেলির মতো হয়ে যায়।
জেলেটিন HPMC এর মতো নিরাপদ রাসায়নিক থেকে তৈরি হয়। এই আবরণটি ক্যাপসুলের মধ্যে থাকা ওষুধকে বাইরের পরিবেশ এবং পাকস্থলীর অ্যাসিড থেকে রক্ষা করে। ওই আবরণ সহজেই শরীরে দ্রবণীয়। এসব উপাদান শরীরের কোনও ক্ষতি করে না।
জেলেটিন মূলত প্রাণীদেহের হাড় ও অঙ্গ থেকে পাওয়া যায়। তারপরে বৈজ্ঞানিক পদ্ধতিতে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়। কৃত্রিমভাবেওই উৎপন্ন করা যায়।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -