Mobile Games Addiction: বাচ্চাদের মোবাইল গেমসের আসক্তি দূর করবেন কীভাবে?
বাচ্চাদের মধ্যে মোবাইল গেমসের আসক্তি ভীষণ ভয়ঙ্কর। তা কোনওভাবেই হতে দেবেন না। দরকারে মেনে চলতে পারেন কয়েকট বিষয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাচ্চাদের একেবারে ছোট বয়সে মোবাইল হাতে দেবেন না। যতদিন পারেন মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করুন। বেশি সময় একা থাকতে দেবেন না বাচ্চাকে। কথা বলুন, সময় কাটান।
নিজের মোবাইলও যদি দিয়ে থাকেন। তবে নিজের মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রাখুন। যাতে যখন তখন আপনার বাচ্চা মোবাইল নিয়ে না খেলত পারে।
যখন তখন মোবাইল নিয়ে আপনার বাচ্চা যেন বসে না পড়ে তা দেখুন। দরকারে নির্দিষ্ট সময় হাতে মোবাইল খেলার জন্য দিন। এরপর নিয়ে নিন। মোবাইল ব্যবহারে পড়াশুনোতেও ব্যাঘাত ঘটবে।
নিজে বেশি মোবাইল ব্যবহার বাচ্চার সামনে করবেন না। মনে রাখবেন আপনি যা করবেন, সেটাই কিন্তু বাচ্চারা শিখবে। তাই নিজের কাজের সময় ছাড়া মোবাইল ব্যবহার কমিয়ে দিন।
বকা দিন। শাসনও প্রয়োজন। আপনার বাচ্চার মনে একটু ভয় থাকা প্রয়োজন যে কেন তাঁকে এই বিষয়ে বাধা দেওয়া হচ্ছে। প্রথমে বুঝতে না পারলেও ভয় থাকলে সেই কাজ করতে যাবে না সে।
সবচেয়ে ভাল উপায় হতে পারে আউটডোর গেমস। ক্রিকেট, ফুটবল, ভবিবল, ব্যাডমিন্টন, টেনিস এই সব খেলার সঙ্গে আপনার বাচ্চাকে পরিচিতি করান। তাতে তারও ওইদিকে আগ্রহ বাড়বে।
মোবাইলে অতিরিক্ত গেম খেলা কান ও চােখ দুটোরই বারোটা বাজাবেই। প্রথম থেকেই এই বিষয়ে আপনি সতর্ক না হলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার নানান শারীরিক সমস্যা দেখা যাবে।
পড়াশুনো ছাড়া আঁকা, নাচ, গান বিভিন্ন কাজের সঙ্গে আপনার বাচ্চাকে পরিচয় করিয়ে দিন। মোবাইল ব্যবহার কমানোর এটাও একটা রাস্তা হতে পারে।
আপনার বাচ্চা, আপনার ভবিষ্যৎ। বাচ্চার সুন্দর জীবন গড়ে তোলার দায়িত্ব আপনারই। তাই নিজেকে বদলান ধীরে ধীরে। বাচ্চার কাছের মানুষ হয়ে উঠুন, বন্ধু হয়ে উঠুন। আপনার কথাকে সে যেন গুরুত্ব দেয়, সেই জায়গা তৈরি করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -