Ruskin Bond Birthday: তাঁর গল্পে রঙিন হয় স্বপ্ন...শুভ জন্মদিন রাসকিন বন্ড
ছোট বেলায় যাঁর গল্প-কবিতা পড়ে স্বপ্নগুলো রঙিন হতো। কৈশোরে পা রাখার পর বদলে যাওয়া জগতেও যাঁর গল্প সমানভাবে প্রাসঙ্গিক। এমনকী বড় হয়েও যাঁর গল্প পড়লেই এক নিমেষে ঝরঝরে হয়ে যায় মন। আজ তাঁর জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ, ১৯ মে জন্মেছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় লেখক রাসকিন বন্ড। ১৯৩৪ সালে এই দিনে কসৌলিতে জন্মেছিলেন রাসকিন বন্ড। প্রায় ৯০ -এর দোরগোড়ায় পৌঁছেও যাঁর কলম এখন সচল।
ছোটবেলা থেকে টানা অনেকদিন পাহাড়ি শহরে কেটেছে রাসকিন বন্ডের। সিমলা, মুসৌরি, দেরাদুনে ছোটবেলা কেটেছে জনপ্রিয় এই লেখকের। সেই কারণে তাঁর নানা লেখায় ফুটে উঠেছে পাহাড়ি গ্রামের, পাহাড়ি শহরের ছোট ছোট জীবনের গল্প।
জন্মসূত্রে ব্রিটিশ রাসকিন বন্ড, কিন্তু প্রাণের চেয়েও বেশি ভালবেসেছেন ভারতকে। কৈশোর পার করে ব্রিটেনে গিয়েছিলেন তিনি। সেখানে মন টেঁকেনি। ফিরে আসেন ভারতে।
তাঁর প্রথম উপন্যাস দি রুম অন দ্য রুফ (the room on the roof)। তখন রাসকিন বন্ডের বয়স ২১ বছরের আশেপাশে। তারপর থেকে একটার পর একটা অসামান্য গল্প-উপন্যাসের জন্ম দিয়েছে তাঁর কলম। স্কুল ডেজ, গারল্যান্ড অফ মেমোরিজ, রাস্টি-দ্য বয় ফ্রম হিলস, আ টাউন কলড ডেহরা--তারই কিছু নিদর্শন।
শুধু বইয়ে আটকে থাকেনি তাঁর গল্প। তাঁর গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাও। দ্য ব্লু আমব্রেলা গল্পের ভিত্তিতে একই নামে তৈরি হয়েছে সিনেমা। সুসানা'স সেভে হাসব্যান্ড-গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে 'সাত খুন মাফ' --যেখানে পর্দায় বিশেষ উপস্থিতিতে দেখা যায় রাসকিন বন্ডকে। বলিউডে আরও একটি সিনেমা হয়েছিল, 'জুনুন'। সেটিও তাঁর একটি গল্পের উপর ভিত্তি করে তৈরি।
একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন রাসকিন বন্ড। ১৯৯২ সালে সাহিত্য একাদেমি পুরস্কারে ভূষিত হন তিনি। দুই বার পদ্ম পুরস্কারও পেয়েছেন। ১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কার পান তিনি। ২০১৪ সালে তাঁকে পদ্ম ভূষণে পুরস্কৃত করা হয়।
দেশের বিভিন্ন শহরে বই প্রকাশ অনুষ্ঠানে যান তিনি। বিভিন্ন জায়গায় বইপাঠ অনুষ্ঠানেও দেখা যায় প্রবীণ এবং জনপ্রিয় এই সাহিত্যিককে। শিশু থেকে বয়স্ক সবার মধ্যেই জনপ্রিয় এই সাহিত্য়িক।---ছবির সূত্র: রাসকিন বন্ডের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -