Sultan of Slowjamastan: নাইটক্লাবের DJ থেকে আস্ত দেশের মালিক ইনি, আমেরিকার হাত থেকে স্বাধীনতাপ্রাপ্তিরও ঘোষণা, ব্যাকরণ জ্ঞান না থাকলে ঢোকা নিষেধ
চাইলেই যদি নিজের আলাদা দেশ পাওয়া যেত! কল্পনা যতটা সহজ, বাস্তব ততটাই কঠিন। কিন্তু এই অসাধ্যসাধনই করে দেখিয়েছেন আমেরিকার Randy ‘R Dub’ Williams। আমেরিকায় থেকেই নিজের পৃথক দেশ গড়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppRandy পেশায় ডিজে। সান দিয়েগোর একটি নাইটক্লাবে গান বাজান। আমেরিকার মধ্যেই নিজের পৃথক দেশ গড়েছেন তিনি। নিজেকে এখন ‘দ্য সুলতান অফ স্লোজ্যামাস্তান’ উপমা দিয়েছেন তিনি।
নিজের তৈরি দেশের নাম Randy রেখেছেন, ‘দ্য ইউনাইটেড টেরিটোরিজ অফ দ্য সভারেঁ নেশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ স্লোজ্যামাস্তান’। ২০২১ সালের ২ ডিসেম্বর দুপুর ১২টা বেজে ২৬ মিনিটে আমেরিকার হাত থেকে স্বাধীনতা ঘোষণা করে স্লোজ্যামাস্তান।
নিজের দেশের রাজধানীর নাম ডাবল্য়ান্ডিয়া রেখেছেন Randy। সেখান থেকে রেডিও-য় নিজের দেশের স্বাধীনতাপ্রাপ্তির ঘোষণা করেন তিনি। দেশের আইন-কানুনও নিজেহাতেই রচনা করেছেন র্যা ন্ডি, যা শুনলে ভিরমি খাবেন যে কেউ।
র্যান্ডি জানিয়েছেন, তাঁর দেশে পা রাখতে গেলে ‘ক্রকস’ জুতো পরা যাবে না একেবারেই. কাউকে পরে থাকতে দেখলে, জোর করে খুলে নেওয়া হবে এবং সেটি দিয়েই আঘাত করা হবে মাথায়।
নিজের দেশের একটি আলাদা ওয়েবসাইটও তৈরি করেছেন Randy। ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডলও রয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ আপডেট দিতে থাকেন Randy। ওই দেশে যে কেউ পা রাখতে পারেন, তবে ইংরেজি গ্রামারে ভুল চলবে না।
Randy জানিয়েছেন, পর্যটকদের Your এবং You’re-এর মধ্যেকার ফারাক জানতে হবে। ড্যাশবোর্ডের পা রাখা চলবে না। এর মধ্যে কোনও রকম নিয়ম লঙ্ঘন করা চলবে না। কড়া শাস্তি মিলবে।
স্লোজ্যামাস্তানের নাগরিক সংখ্যা ৫০০ বলে দেখানো হয়েছে। আরও ৪৫০০ জনের আবেদন পড়ে রয়েছে বলে জানিয়েছেন Randy। শর্তপূরণ না হওয়া পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।
আপাতত তহবিল গড়ে তুলছেন Randy। নিজের দেশে একটি নদী খনন করাই লক্ষ্য তাঁর। তার পর খামারবাড়ি তৈরির লক্ষ্য রয়েছে। দেশ পত্তনকারী হিসেবে নিজের মূর্তিও বসানোর স্বপ্ন রয়েছে।
কিন্তু আচমকা নিজের পৃথক দেশ গড়ার প্রয়োজন কেন পড়ল? Randy জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জে নাম নথিভুক্ত রয়েছে, এমন একটি দেশেই মাত্র পা রাখা বাকি রয়েছে তাঁর। তাই নিজের আলাদা দেশ গড়তে চেয়েছিলেন। সেই মতো ক্যালিফোর্নিয়া মরুর উপর ১১.০৭ একর অনুর্বর জমি কিনে ফেলেন। সেখানেই গড়ে তোলেন আস্ত দেশ।
নিজের দেশের আলাদা পতাকা, আলাদা মুদ্রা, পাসপোর্ট এবং জাতীয় সঙ্গীতও তৈরি করেছেন Randy। পৃথিবীর ক্ষুদ্রাতিক্ষুদ্র দেশ ঘুরেছেন। সেখান থেকেই অনুপ্রেরণা পান। আগামী দিনে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী Randy.
তবে নিজের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনও লক্ষ্য় নেই Randy-র। তিনি সাফ জানিয়েছেন, একনায়কতন্ত্রই বজায় থাকবে দেশে। গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট করা হবে, যেমন, জাতীয় ফল কী হবে, জাতীয় খেলা কী হবে এবং জাতীয় পশু কী হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -