Mughal Emperor Unknown Facts: প্রতিদিন আলাদা রঙের...মুঘল সম্রাট হুমায়ুনের ছিল এই 'আজব' শখ
মুঘল সম্রাটদের সম্পর্কে অনেক ধরনের গল্প শোনা যায়। তাঁদের সঙ্গে জড়িয়ে নানা ধরনের লোককথাও। মুঘল আমলে ভারতে ক্ষমতার উত্থান-পতন দেখা গিয়েছে। মুঘল আমল নিয়ে বলতে গেলেই হুমায়ুনের কথা বলতে হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের দ্বিতীয় মুঘল শাসক ছিলেন হুমায়ুন। ভারতে মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা বাবরের পুত্র ছিলেন তিনি। মুঘল রাজবংশের অন্যতম সফল সম্রাট আকবরের পিতা ছিলেন তিনি।
২২ বছরে সম্রাট হয়েছিলেন হুমায়ুন। জ্যোতিষবিদ্যার উপর অগাধ আস্থা ছিল হুমায়ুনের। তাঁর একাধিক শখ ও আগ্রহের কথাও নানা জায়গায় আলোচিত হয়েছে।
তাঁর শখ এবং গল্প আলোচনার বিষয় ছিল। মুঘল সম্রাট যুদ্ধে হেরে রাজত্ব হারিয়ে ১৫ বছর নির্বাসনে কাটিয়েছিলেন, পরে আবার ফেরত পান।
হুমায়ুন ১৫৩০ থেকে ১৫৪০ এবং ১৫৫৫ থেকে ১৫৫৬ পর্যন্ত শাসন করেন। ১৫৪০ সালে আফগান শের শাহের কাছে যুদ্ধে পরাজিত হওয়ার পর, হুমায়ুন ভারতের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
তাঁর রাজসভা চালানোর বিষয়টি অনেকটাই প্রভাবিত হত জোতিষের উপর। কোনও সিদ্ধান্ত নেওয়া নির্ভর করতো গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর।
মুঘল সম্রাট হুমায়ুন সপ্তাহের সাত দিন বিভিন্ন রঙের পোশাক পরতেন। এ বিষয়টি সারা সাম্রাজ্যে আলোচনার বিষয় ছিল। হুমায়ুন জ্যোতিষশাস্ত্রে আগ্রহী ছিলেন তাই তিনি নাকি এই কাজটি করতেন।
সপ্তাহের সাতদিন আলাদা আলাদা রঙের রাজবেশ পরতেন। এক একটি দিন এক একটি গ্রহের বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। সেই কারণেই গ্রহের সঙ্গে মিলিয়ে সেই রঙের রাজবেশ পরতেন তিনি।
মুঘল শাসকদের অনেকেরই ফ্যাশন, বস্ত্র, সব প্রকারের শিল্পের প্রতি গভীর আগ্রহ ছিল। মুঘল শাসক ও রাজপরিবারের সদস্যদের জামাকাপড় ছিল চোখধাঁধানো। তাঁদের জামাকাপড় ব্রোকেড এবং সিল্কের মতো দামি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল। সোনার সুতো ও মূল্যবান পাথরও ব্যবহার করা হতো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -