Annapurna Puja: চলতি মাসেই অন্নপূর্ণা পুজো, কোন মন্ত্রে দেবী বোধন করলে দূর হবে অর্থাভাব?

Annapurna Puja Date: জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময়কালে যদি দেবী দুর্গাকে তুষ্ট করা যায়, তাহলে কেটে যেতে পারে বহু বাধা

বাসন্তী দুর্গা অষ্টমীতে দেবীর আরেক রূপ এই অন্নপূর্ণার পুজো করা হয়

1/7
চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে বাংলায় পূজিতা হন দেবী অন্নপূর্ণা। বাসন্তী দুর্গা অষ্টমীতে দেবীর আরেক রূপ এই অন্নপূর্ণার পুজো করা হয়। অন্নপূর্ণা দেবী হলেন দ্বিভূজা। মস্তকে নবচন্দ্র, একপাশে ভূমি, অন্যপাশে শ্রী। নৃত্যপরায়ণ শিবকে দেখে যিনি সন্তুষ্ট হন।
2/7
দেবী পার্বতীরই আরেক রূপ তিনি। ভিক্ষারত শিবকে অন্নপ্রদান করে এই নাম প্রাপ্ত হন। হিন্দু বিশ্বাস অনুযায়ী, অন্নপূর্ণার পুজো করলে ঘরে অন্নাভাব থাকে না।
3/7
এবছর ২৯ মার্চ, বুধবার পড়েছে অন্নপূর্ণা পুজোর দিনক্ষণ। সারাদিনই অষ্টমী রয়েছে। ফলে সেই মতো পুজো অর্পণ করতে পারেন।
4/7
জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময়কালে যদি দেবী দুর্গাকে তুষ্ট করা যায়, তাহলে কেটে যেতে পারে বহু বাধা। সেই তুষ্ট করার মন্ত্রও জানাচ্ছেন জ্যোতিষবিদরা।
5/7
কোন মন্ত্রে দেবী বোধন করবেন? অন্নপূর্ণে নমস্তুভ্যং নমস্তে পরমম্বিকে। তচ্চারুচরণে ভক্তিং দেহি দীনদয়াময়ি৷৷ অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্করপ্রাণবল্লভে। জ্ঞানবৈরাগ্যসিদ্ধ্যর্থং ভিক্ষাং দেহি নমোহস্তুতে।
6/7
ক্ষতিকর গ্রহের প্রভাব দূর করতে হলে, জপ করুন 'শান্তিকর্মণি সর্বত্র তথা দু স্বপ্নদর্শনে। গ্রহপীড়াসু চোগ্রাসু মাহাত্ম্যয়ং শ্রীণুয়ান্মম'। এর দ্বারা বিপজ্জনক পরিস্থিতি পার হওয়া যায়।
7/7
শক্তি, সাহস লাভ করতে জপ করুন, 'এত্বে বদানং সৌম্য লোচন ত্রৈভূশীতম। পাতু ন সর্বভিতিভ্যাঃ কাত্যায়নি নমোস্তুতে '। কোনও বাধা যদি আপনাকে বহুদিন ধরে বিব্রত করে, তাহলে তা থেকে বের হতে এই মন্ত্র জপ করতে পারেন।
Sponsored Links by Taboola