Ashadha Amavasya: পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চান? কী কী দান করবেন আষাঢ় অমাবস্যায়
আষাঢ় অমাবস্যাকে শাস্ত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করার বিধান দেওয়া হয়েছে। অম্বুবাচীর পরেই এই অমাবস্যা তিথি পড়ে বলে তন্ত্রের উপাসক এবং জ্য়োতিষীরাও একে মেনে চলার পরামর্শ দিয়েছেন।(ছবি সৌজন্য- পিক্সাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তিথিতে পবিত্র কোনও নদীতে স্নান করার পরামর্শও দেওয়া হয়েছে। ভোরে স্নান করে সূর্য প্রণাম করার পর পূর্বপুরুষদের ধ্যান করতে বলা হয়েছে বিভিন্ন সনাতনী ধর্মগ্রন্থে।(ছবি সৌজন্য- পিক্সাবে)
স্নান ও ধ্যানের পর দরিদ্রদের সামর্থ্য অনুযায়ী দান করুন। যে কোন ধরনের খাবার, ফল, জামাকাপড় ও কলসি দান করে প্রসন্ন হন পূর্বপুরুষরা। শুভ ফল প্রদান করেন।(ছবি সৌজন্য- পিটিআই)
নদীতে স্নানের পর পূর্বপুরুষদের মনে মনে স্মরণ করে কুশ গাছের পাত্র তৈরি করে জল, কালো তিল ও সাদা ফুল দিয়ে তর্পণ করলে তাঁরা খুশি হন। সংসারেও সুখ এবং শান্তি বিরাজ করে।(ছবি সৌজন্য- পিটিআই)
ধর্মীয় বিশ্বাস, পবিত্র নদী বা জলাশয়ে স্নান করার পরে দক্ষিণ দিকে মুখ করে জলে কালো তিল মিশিয়ে অর্ঘ্য অর্পণ করুন। অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের নৈবেদ্য অর্পণ করলে তাঁরা সন্তুষ্ট হন।(ছবি সৌজন্য- পিটিআই)
পূর্বপুরুষদের স্মরণ করার সময় জীবনে যা ভুল করেছেন তার জন্য ক্ষমা চান। এতে খুব ভালো ফল পাওয়া যায়। সমস্যার সমাধানও হয়।(ছবি সৌজন্য- পিটিআই)
আষাঢ় অমাবস্যায় কাক, কুকুর, গরু বা যে কোন ধরনের পশু ও পাখিকে খাবার এবং জল দিন। এতে দেবতাদের পাশাপাশি সন্তুষ্ট হন পূর্বপুরুষরাও।(ছবি সৌজন্য- পিটিআই)
আর্থিক সমস্যার সমাধানের জন্য শণের বীজ ও কর্পূর লাল কাপড়ে পুরে লাল সুতো দিয়ে বেঁধে নদীতে ভাসিয়ে দিন। ফল পাবেন।(ছবি সৌজন্য- পিটিআই)
অনেকে জ্যোতিষী পরামর্শ দেন, আষাঢ় অমাবস্যায় স্নানের পর নদীর ধারে কোনও সাধু বা সন্ন্যাসীকে দিয়ে হোম-যজ্ঞ করুন। তা শেষ হলে গরিব মানুষকে সামর্থ্য অনুযায়ী দান করুন। তাহলে কালসর্প দোষ কাটতে পারে। সন্ধ্যায় অশ্বথ গাছের নিচে প্রদীপ জ্বালান। দূর হবে পিতৃদোষ।(ছবি সৌজন্য- পিটিআই)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য- পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -