Chanakya Niti For Success: চাণক্যের মতে সফলতার রাস্তা কী? জানলে জীবনে আসবেই পরিবর্তন
চাণক্যর মতে, মানুষের পরিচয় নির্ভর করে তাঁর কর্মের উপর। কোন পরিবারে জন্ম নিয়েছেন তা নিয়ে দুঃখ না করে ভালো কাজ করার জন্য উৎসাহিত করেছেন তিনি। বলেছেন, কাজের মাধ্যমেই আসবে নামী হওয়ার সুযোগ। (ছবি সৌজন্য - এবিপি নিউজ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহান এই পণ্ডিতের মতে, মন থেকে ভালো মানুষ হলে তাঁর কাজের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। কোনও ভাবে তা ঠেকিয়ে রাখা যাবে না। পাশাপাশি পরামর্শ দিয়েছেন আত্ম সংযমী হতেও।(ছবি সৌজন্য - এবিপি নিউজ)
জীবনে সফল হওয়ার জন্য ভয়কে অবশ্যই জয় করতে হবে বলে মত চাণক্যর। না হলে ভয় মানসিক চিন্তা বাড়িয়ে জীবনে সমস্যা ডেকে আনবে বলেই তাঁর মত।(ছবি সৌজন্য - এবিপি নিউজ)
ভালো মানুষ হওয়ার জন্য যৌবনকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন চাণক্য। বলেছেন, যৌবনের শক্তি একবার খারাপ কাজে শেষ হয়ে গেলে তখন হাজার চেষ্টা করলেও পথ থাকবে না। তাই যুব সম্প্রদায়কে মন, মাথা ও শরীরের শক্তিকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।(ছবি সৌজন্য - এবিপি নিউজ)
কোনও কাজ শুরুর আগে কেন সেটা করছেন, ফল কী হবে এবং আপনি তাতে সফল হবেন কিনা তা নিয়ে নিজেকেই প্রশ্ন করতে বলেছেন মৌর্য যুগের পণ্ডিত। তাতে হলে ঠিক পথে এগোতে পারবেন বলেও উল্লেখ করেছেন।(ছবি সৌজন্য - এবিপি নিউজ)
যাঁরা নরম মনের মানুষ, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চাণক্য। নিজের দুর্বলতা কাউকে প্রকাশ করতে বারণ করেছেন। ছোবল না দিলেও দরকারে ফোঁস করতে বলেছেন।(ছবি সৌজন্য - এবিপি নিউজ)
চাণক্যের কথায়, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন সফল হতে গেলে নিজেকে শিক্ষিত ও জ্ঞানী করে তুলতে হবে। তাহলেই সব জায়গায় সম্মান পাওয়া যাবে।(ছবি সৌজন্য - এবিপি নিউজ)
কোনও কাজ করার মনস্থির করলে তাতে সফল হবেন না ব্যর্থ, তা ভাবতে বারণ করেছেন চাণক্য। মন দিয়ে শুধু কাজটা করারই পরামর্শ দিয়েছেন তিনি। তা হলেই কিছু না কিছু ভালো ফল পাওয়া যাবে বলে উল্লেখ করেছেন। (ছবি সৌজন্য - এবিপি নিউজ)
জীবনে সফল হতে গেলে সৎ হওয়ার সঙ্গে সঙ্গে কৌশলী হতে বলেছেন তিনি। না হলে জীবনে বিপদ আসতে পারে বলেও সতর্ক করেছেন। (ছবি সৌজন্য - এবিপি নিউজ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -