Dhan Lakshmi Yog: এই রাশির জীবনে সর্বদাই বিরাজ করেন মা লক্ষ্মী, চঞ্চলা দেবীকে তুষ্ট রাখতে কী কী করবেন?
সম্পদ এবং সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী, হিন্দু ধর্মে এমনটাই মনে করা হয়। মা লক্ষ্মীকে খুশি করার নানা উপায়ের কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রে। অনেকসময় অনেকের জন্মছকে ধনযোগ থাকলে সেই জাতক মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্যোতিষশাস্ত্র মতে, এঁরা প্রচুর ধন-সম্পদ লাভ করে থাকেন। জেনে নিন কোন কোন রাশির জাতকরা মা লক্ষ্মী প্রিয় হন এবং কোষ্ঠীতে ধনযোগ থাকলে কারা জীবনে প্রচুর ধন সম্পদ লাভ করেন।
মীন রাশির জাতকরাও মা লক্ষ্মীর প্রিয় হন। এঁদের গ্রহাধিপতি হল বৃহস্পতি। মা লক্ষ্মীর পাশাপাশি নারায়ণের কৃপাদৃষ্টিও এঁরা লাভ করে থাকেন। এরা প্রচুর পরিশ্রম করতে পারেন, সেই কারণে টাকা-পয়সার অভাবের মুখে এদের কখনও পড়তে হয় না।
বৃষ রাশির জাতকদের উপর বিশেষ তুষ্ট থাকেন মা লক্ষ্মী। মা লক্ষ্মীর আশীর্বাদে এঁরা জীবনে সব রকম আশীর্বাদ লাভ করেন। বৃষের জাতকদের ঘরে কখনও অর্থাভাব হয় না। এঁরা যেমন বুদ্ধিমান, তেমনই কঠোর পরিশ্রমী হয়ে থাকেন।
মা লক্ষ্মীর আশীর্বাদে মিথুন রাশির জাতকরা কঠোর পরিশ্রমী হন। তার পাশাপাশি এরা অল্পেই খুশি হতে পারেন। সেই কারণে সাধারণত জীবনে বড় সাফল্য লাভ করতে পারেন মিথুন রাশির জাতকরা।
জ্যোতিষ অনুসারে সিংহ রাশির জাতকরা অত্যন্ত সৌভাগ্যবান হয়ে থাকেন। মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় লাভ করেন এঁরা। মা লক্ষ্মীর দয়ায় সিংহ রাশির জাতকরা প্রচুর অর্থ ও সম্পদ অর্জন করে থাকেন।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com এমন কোনও ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -