Diwali 2023 : ধনতেরস, ভূত চতুর্দশী, কালীপুজো, ভাইফোঁটা - কবে, কখন শুভ মুহূর্ত ?
তমসো মা জ্যোতির্গময় - এটাই দীপাবলি উৎসবের আসল কথা। অন্ধকারের সঙ্গে আলোর বিজয়ের উৎসব।
Diwali 2023 : ধনতেরস, ভূত চতুর্দশী, কালীপুজো, ভাইফোঁটা - কবে, কখন শুভ মুহূর্ত ?
1/9
দীপাবলি পাঁচ দিন ধরে উদযাপিত হয়, ধনতেরাস থেকে শুরু হয়, তারপরে ভূত চতুর্দশী, দীপাবলি, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা। প্রতিটি দিনের নিজস্ব তাৎপর্য আছে।
2/9
কার্তিক মাসের অমাবস্যায কালীপুজো। আর কালীপুজোর প্রাক্কালে বাঙালির ঘরে ঘরে হয় দীপান্বিতা পুজো। আর তার আগে বহু জায়গা. হয় ধনলক্ষ্মীর আরাধনা। তাই বলতে গেলে ৩-৪ দিন ধরে টানা উৎসব।
3/9
' তমসো মা জ্যোতির্গময়' - এটাই দীপাবলি উৎসবের আসল কথা। অন্ধকারের সঙ্গে আলোর বিজয়ের উৎসব। বিশ্বাস, ত্রেতা যুগে ভগবান রাম লঙ্কায় রাবণকে পরাজিত ও বধ করার পর দীপাবলির রাতেই সীতাকে নিয়ে ফিরেছিলেন অযোধ্যায়।
4/9
১৪ বছরের বনবাস শেষে স্ত্রী সীতা এবং ভাই লক্ষণের সঙ্গে অযোধ্যায় ফিরে ছিলেন রামচন্দ্র। তাঁদের স্বাগত জানাতে, পুরো অযোধ্যা সেজে উঠেছিল আলোয় - আলোয়। সেই অশুভর বিনাশ করে শুভর জয়কে উদযাপন করতেই আলোর মালায় সেজে ওঠে দেশ।
5/9
দীপাবলির রাত তাই মোহময়। অমাবস্যার অন্ধকারে আরও উজ্জ্বল হয়ে ওঠে আলোকসজ্জা। এ বছর দীপাবলি পালিত হবে ১২ নভেম্বর, রবিবার।
6/9
এদিন, '২৫শে কাৰ্ত্তিক, (ভাঃ ২১শে কার্তিক), রবিবার, শ্রীশ্রীশ্যামা পূজা। গোস্বামিমতে যমচতুৰ্দ্দশী ও ধর্ম্মরাজ পূজা। অমাবস্যার নিশিপালন। '
7/9
দীপাবলির ২ দিন আগে , ১০ নভেম্বর ধনতেরস উৎসব। যাকে বলে ধনত্রয়োদশী।
8/9
ভূত চতুর্দশী: শনিবার, ১১ নভেম্বর। এদিন ঘরে ঘরে ১৪ বাতি দেওয়ার দিন।
9/9
ভাইফোঁটা: মঙ্গলবার, ১৪ নভেম্বর । ভাইয়ের মঙ্গলকামনায় এদিন যমের দুয়ারে কাঁটা দিতে ভাইকে মঙ্গলটিকা পরান বোনেরা।
Published at : 31 Oct 2023 07:54 AM (IST)