Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Diwali 2023 : ধনতেরস, ভূত চতুর্দশী, কালীপুজো, ভাইফোঁটা - কবে, কখন শুভ মুহূর্ত ?
দীপাবলি পাঁচ দিন ধরে উদযাপিত হয়, ধনতেরাস থেকে শুরু হয়, তারপরে ভূত চতুর্দশী, দীপাবলি, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা। প্রতিটি দিনের নিজস্ব তাৎপর্য আছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকার্তিক মাসের অমাবস্যায কালীপুজো। আর কালীপুজোর প্রাক্কালে বাঙালির ঘরে ঘরে হয় দীপান্বিতা পুজো। আর তার আগে বহু জায়গা. হয় ধনলক্ষ্মীর আরাধনা। তাই বলতে গেলে ৩-৪ দিন ধরে টানা উৎসব।
' তমসো মা জ্যোতির্গময়' - এটাই দীপাবলি উৎসবের আসল কথা। অন্ধকারের সঙ্গে আলোর বিজয়ের উৎসব। বিশ্বাস, ত্রেতা যুগে ভগবান রাম লঙ্কায় রাবণকে পরাজিত ও বধ করার পর দীপাবলির রাতেই সীতাকে নিয়ে ফিরেছিলেন অযোধ্যায়।
১৪ বছরের বনবাস শেষে স্ত্রী সীতা এবং ভাই লক্ষণের সঙ্গে অযোধ্যায় ফিরে ছিলেন রামচন্দ্র। তাঁদের স্বাগত জানাতে, পুরো অযোধ্যা সেজে উঠেছিল আলোয় - আলোয়। সেই অশুভর বিনাশ করে শুভর জয়কে উদযাপন করতেই আলোর মালায় সেজে ওঠে দেশ।
দীপাবলির রাত তাই মোহময়। অমাবস্যার অন্ধকারে আরও উজ্জ্বল হয়ে ওঠে আলোকসজ্জা। এ বছর দীপাবলি পালিত হবে ১২ নভেম্বর, রবিবার।
এদিন, '২৫শে কাৰ্ত্তিক, (ভাঃ ২১শে কার্তিক), রবিবার, শ্রীশ্রীশ্যামা পূজা। গোস্বামিমতে যমচতুৰ্দ্দশী ও ধর্ম্মরাজ পূজা। অমাবস্যার নিশিপালন। '
দীপাবলির ২ দিন আগে , ১০ নভেম্বর ধনতেরস উৎসব। যাকে বলে ধনত্রয়োদশী।
ভূত চতুর্দশী: শনিবার, ১১ নভেম্বর। এদিন ঘরে ঘরে ১৪ বাতি দেওয়ার দিন।
ভাইফোঁটা: মঙ্গলবার, ১৪ নভেম্বর । ভাইয়ের মঙ্গলকামনায় এদিন যমের দুয়ারে কাঁটা দিতে ভাইকে মঙ্গলটিকা পরান বোনেরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -