Dol Purnima 2024 Date : আগামী পূর্ণিমাতেই দোল, কবে ন্যাড়া পোড়া ? কেনই বা পালন হয় এই উৎসব?
দোল হোক বা হোলি। রঙের এই উৎসবের আগে আরও একটি গুরুত্বপূর্ণ প্রথা রয়েছে। যেটি দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে পালিত হয়। উত্তরপ্রদেশ বা বিহারে সেটিকে বলা হয় ছোটি হোলি বা হোলিকা দহন (holika dahan)। আর বাংলায় এর নাম ন্যাড়া পোড়া ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহিন্দু শাস্ত্র অনুযায়ী, হোলিকা দহন বা নেড়াপোড়ার মাধ্যমে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়কে বোঝানো হয়। হোলির আগের দিনের রাতে কাঠ জোগার করে, গাছের ডাল বা খড় ইত্যাদি দিয়ে একটি স্ট্রাকচার তৈরি করে জ্বালানো হয়।
হোলিকা দহনের সঙ্গে জড়িয়ে আছে একটি গল্প। কথিত রয়েছে, দৈত্য হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ বিষ্ণুর উপাসক ছিলেন। আর হিরণ্যকশিপু তাই সহ্য করতে পারতেন না ছেলেকে।
ছেলেকে মারার জন্য নিজের বোন হোলিকাকে ডাকেন হিরণ্যকশিপু। প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দিলে পুড়ে মারা যায় হোলিকাই। বিষ্ণুর দয়ায় বেঁচে যান প্রহ্লাদ।
তারপর নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুকে বধ করেন বিষ্ণু। সেই ঘটনাকে স্মরণ করা হয় হোলিকা দহনের মাধ্যমে।
তবে অন্য একটি মতে, শিশু শ্রীকৃষ্ণের পূতনা বধ উপলক্ষ্যে পালন করা হয় ন্যাড়াপোড়া। আবার কেউ কেউ বলেন, কৃষ্ণ ন্যাড়া নামক অসুরকে বধ করেছিলেন। সেই উপলক্ষ্যে ন্যাড়াপোড়া।
এবার হোলিকা দহন পালন করা হবে ২৪ মার্চ রবিবার। সন্ধেবেলা। পাড়ায় পাড়ায় একেই ন্যাড়া পোড়া বলে। এর নির্দিষ্ট কোনও সময় নেই যদিও।
“আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল/ পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরিবোল!” এই ছড়াটির সঙ্গে জড়িয়ে বাঙালির ন্যাড়াপোড়া উৎসবের আনন্দ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -