Eid 2024:দেশের নানা দিকে উদযাপিত খুশির ইদ, কেমন হল পরব?
আজ খুশির ইদ। ইসলাম ধর্মবিশ্বাসীদের কাছে অত্যন্ত পবিত্র পরবের দিন। সারা বিশ্বেই মহা সমারোহে এই উৎসব উদযাপন করা হয়। আনন্দ ও জাঁকজমকের পাশে দানধ্যানও এই পরবের অন্যতম অংশ। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএটি 'মিঠি ইদ' নামেও পরিচিত ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে। পরিবার, পরিজন ও বন্ধুদের সঙ্গে উৎসবে সামিল হন সকলে। আনন্দ-হুল্লোড়ে মেতে ওঠেন। সঙ্গে চলে কেনাকাটা, সাজগোজও। (ছবি:PTI)
রমজান মাসের শেষও হয় এই পরব দিয়ে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, এটি নবম মাস। সেই মাসের শেষ হয় খুশির ইদে। তবে এই পরবের আগে, এক মাস 'রোজা' বা উপবাস রাখাও ধর্মীয় নিয়মের অংশ। (ছবি:PTI)(ছবি:PTI)
দাউদি বোহরা সম্প্রদায়ের মুসলিমরা অবশ্য দিনটি আগেই উদযাপন করেছেন। সেই উপলক্ষে ভোপালের মসজিদে 'নমাজ' পাঠে ব্যস্ত তাঁরা। (ছবি:PTI)
তিরুবনন্তপুরমে, নিজের নির্বাচনী কেন্দ্রের বাসিন্দাদের সঙ্গে ইদ উল-ফিতরের উদযাপনে সামিল হতে দেখা গেল কংগ্রেস নেতা শশী তারুরকেও। (ছবি:PTI)
খুশির ইদ বলে কথা। সিমাই কেনা হবে না, তাও কি হয়? ইদের আগের দিনই তাই গুয়াহাটির বাজারে জমিয়ে কেনাকাটা সারলেন ইসলাম ধর্মাবলম্বীরা। (ছবি:PTI)
জম্মুর ইদগাহ-তেও 'নমাজ' পড়তে দেখা গিয়েছে বহু মানুষকে। ইদ উপলক্ষে কাতারে কাতারে প্রার্থনাকারী সেখানে জড়ো হন। (ছবি:PTI)
শ্রীনগরের হজরতবলে আবার নমাজ পড়তে দেখা গেল পিডিপি প্রেসিডেন্ট তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। (ছবি:PTI)
খুশির ইদ মানে সাজ, খাওয়াদাওয়া, আনন্দ। মেহন্দি তো করতেই হবে, তাই না? মেহন্দির বিভিন্ন নকশায় হাত সাজাচ্ছেন এক তরুণী। নদিয়ার ছবি। (ছবি:PTI)
উদযাপনের এক ছবি দেখা গেল মোরাদাবাদেও। দেশের নানা প্রান্তে আজ উল্লাস, আনন্দের ছবি। খুশির ইদ মানেই তো আনন্দ। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -