Eid ul Adha 2024:ইদ-অল অধায় দেশের কোথায় কেমন উদযাপন? কোথা থেকে শুরু এই পরব?
আজ ইদ-অল অধা বা বকরি-ইদ। পবিত্র ধর্মানুষ্ঠান উপলক্ষ্যে দিল্লির জামা মসজিদে প্রার্থনার জন্য জড়ো হয়েছেন বহু মানুষ। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লির পাশাপাশি, মুম্বই, পটনা, কলকাতা-সহ দেশের নানা প্রান্তের ছবি-ই আজ একই রকম। ইসলাম ধর্মবিশ্বাসীদের কাছে, আজকের পরবটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। (ছবি:PTI)
ইব্রাহিম এবং ইসমাইলের ত্যাগের কথা ইসলাম ধর্মগ্রন্থ 'কোরান-শরিফ'-এ লেখা রয়েছে। ইসলাম ধর্মবিশ্বাসীরা মনে করেন, এই ত্যাগের মাধ্যমে ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণ ভাবে সমর্পণ করে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। মুজফফরপুরের 'বড়ি ইদগাহ'-এ আজকের পরব উপলক্ষে 'নমাজ'-র জমায়তে ছবি এটি। (ছবি:PTI)
মুম্বইয়ের ছবিটা আবার এই রকম ছিল। কিন্তু কোথা থেকে শুরু হল এই পরব? ইসলাম ধর্মবিশ্বাসীরা মনে করেন, ছেলে ইসমাইলকে উৎসর্গ করতে হবে, এই মর্মে স্বপ্নাদেশ পেয়েছিলেন ইব্রাহিম। (ছবি:PTI)
ঈশ্বরে ইব্রাহিমের বিশ্বাস কতটা দৃঢ়, সেটা পরখ করতেই এই পরীক্ষা নেওয়া হয়েছিল, মনে করেন ইসলাম ধর্মবিশ্বাসীরা। তবে ইব্রাহিম যখন ছেলে ইসমাইলকে উৎসর্গ করতে যাবেন, সে সময় স্বয়ং ঈশ্বর এসে তাঁকে আটকান। (ছবি:PTI)
উৎসর্গের জন্য ইব্রাহিমের হাতে একটি ভেড়া তুলে দিয়েছিলেন ঈশ্বর। সেই ভেড়াটিকেই ঈশ্বরের কাছে উৎসর্গ করেন ইব্রাহিম। এটিকে ঈশ্বরের প্রতি আস্থা ও বিশ্বাসের দৃষ্টান্ত বলেই মনে করেন মুসলিমরা। সেই উপলক্ষ্যে ইদ-অল আধায় হাওড়ায় নমাজে জড়ো বহু মানুষ। (ছবি:PTI)
কলকাতার নাখোদা মসজিদেও এদিন বহু ধর্মপ্রাণ মানুষের জমায়েত হয়। ইদ-অল অধার আরও একটি তাৎপর্য রয়েছে। (ছবি:PTI)
মক্কায় 'হজ' যাত্রার সঙ্গে এটি যোগসূত্র রয়েছে। ইসলামধর্মের পাঁচটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি এই হজযাত্রা। কিন্তু যাঁরা সেটি করতে নাও পারেন, তাঁরাও এই ইদের উদযাপনে সামিল হন। (ছবি:PTI)
এই পরবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ প্রার্থনা। তবে তা ছাড়াও জমিয়ে খাওয়াদাওয়া, বন্ধু এবং পরিবারের মধ্যে উপহার দেওয়া-নেওয়ার প্রচলন রয়েছে। (ছবি:PTI)
ধর্মীয় নিদান মাথায় রেখে এই পরবে ইসলাম ধর্মবিশ্বাসীদের অনেকেই এদিন কোনও না কোনও প্রাণী ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করেন। সেই প্রাণীর মাংস তিন ভাগে ভাগ হয়। একটি ভাগ থাকে পরিবারের জন্য, দ্বিতীয়টি তোলা থাকে বন্ধু ও আত্মীয়দের জন্য। তৃতীয়টি থাকে দুঃস্থদের জন্য। সকলকে সঙ্গে নিয়েই উদযাপন হয় এই পরব। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -