Ganesh Chaturthi: গণেশ চতুর্থীতে এই কাজ করলেই ফিরবে ভাগ্য! চাকরি থেকে ব্যবসায় পর পর উন্নতি
গণেশ চতুর্থী উপলক্ষে দেশের বিভিন্ন অংশে মহাসমারোহের আয়োজন করা হয়। তবে শুধু মহারাষ্ট্র বা অন্ধ্রপ্রদেশ , তামিলনাড়ু নয়, গণেশ চতুর্থী উপলক্ষে এরাজ্যেও বহু জায়গায় পুজোর আয়োজন করা হয়। অনেকেই তাঁদের বাড়িতে আড়ম্বরে করে থাকেন এই পুজো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগণেশ যার বাড়িতে থাকে, তার বাড়িতে সর্বদাই সুখ, শান্তি বিরাজ করে। আপনি যদি জীবনে প্রতিটি কাজে সফলতা অর্জন করতে চান ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই গনেশ চতুর্থীর দিন এই প্রতিকারগুলি মানতে পারেন। দেখুন কী কী করবেন।
গণেশ পুজোয় সবচেয়ে বড় বিষয় হল প্রসাদ। গণেশের জন্য বিশেষ প্রসাদ না তৈরি করলে এই সিদ্ধিদাতা দেবতা রুষ্ট হন বলে কথিত রয়েছে। তাই গণেশপুজোতে যে প্রসাদগুলি পরিবেরসনের রীতি রয়েছে সগুলি জেখে নেওয়া যাক।
শিবপুরাণে বর্ণিত রয়েছে, ধনী কুবের একবার আমন্ত্রণ করে খাওয়ানোর ব্যবস্থা করেন গণেশকে। দেখা যায় যে , সমস্ত খাবার খেয়েও সন্তুষ্ট হন না গণেশ। শেষে তাঁকে মোয়া খেতে দেওয়া হলে খুবই খুশি হন তিনি। এই কাহিনি থেকে মনে করা হয় যে , খাবার শেষ পাতে কিছু না থাকলে রুষ্ট হন গণেশ।
গণেশের আরেক নাম মোদক। নারকোল ও গুরের পুরকে ময়দার মধ্যে ঢুকিয়ে তৈরি করা হয় মোদক। যা গণেশের বিশেষভাবে প্রিয় খাবার।
মিষ্টি জাতীয় যেকোনও খাবার পছন্দ করেন গণেশ। তার মধ্যে অন্যতম হল মতিচুরের লাড্ডু। তাঁর মূর্তিতেও একহাতে লাড্ডু থাকে। হলুদ-কমলা রঙের এই লাড্ডু গণেশ পুজোর আবশ্যিক অংশ।
মনে করা হয় যেকোনও হলুদ রঙের বস্তুই পছন্দ গণেশের। তাই ফলের মধ্যে কলাও পছন্দ গণেশের। দূর্গাপুজোতে আবার যেহেতু কলা গাছকে ,গণেশের স্ত্রী রূপে দেখা হয়, তাই গণেশের সঙ্গে সব সময় ফল হিসাবে কলা রাখার প্রচলন রয়েছে।
image 8
- - - - - - - - - Advertisement - - - - - - - - -