Parivartini Ekadashi: পরিবর্তনী একাদশী পালনে কী হয়, কখন শুরু তিথি
আষাঢ় মাসের শয়ন একাদশীতে যোগ নিদ্রায় যান ভগবান বিষ্ণু। নিদ্রা থেকে ওঠেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অনন্ত শয্যায় থাকা ভগবান বিষ্ণু বাঁ দিক থেকে ডান দিকে ফিরে শোন।(ছবি সৌজন্য- পিটিআই)
এই একাদশী তিথিতে দিক পরিবর্তন করে শোন বলে একে পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী কিংবা পদ্মা একাদশী বলে। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)
আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত চতুমার্স্য ব্রত পালন করেন বৈষ্ণব সম্প্রদায়ের মানুষরা। তাই শয়ন, পরিবর্তনী ও উত্থান একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানা হয়।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
চতুর্মাস্য ব্রতের সময়ে মানুষের শরীর ও মনে তম ও রজঃ গুণ বেশি প্রভাব বিস্তার করে। ফলে এই সময় ঠান্ডা মাথায় ও বাক্যে সংযম রাখার কথা বলা হচ্ছে।
এই একাদশী পালন করলে পুণ্যের পাশাপাশি পাপ নষ্ট হয় ও মুক্তি পাওয়া যায়। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)
এই বছর পরিবর্তনী একাদশী শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় আর শেষ হচ্ছে ১৪ সেপ্টেম্বর রাত ৮টা ৪১ মিনিটে। (ছবি সৌজন্য- পিটিআই)
যেহুতু ১৪ তারিখ উদয় তিথি পাচ্ছে তাই একাদশী পালন হবে ১৪ তারিখ। এই তিথিতে স্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। যে যোগে পুজো করা অত্যন্ত শুভ বলে মানা হয়।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
পরিবর্তনী একাদশীতে ভগবান বিষ্ণুর অন্যতম রূপ বামনদেবের পুজো করেন। এই ব্রত পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। (ছবি সৌজন্য- পিটিআই)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য- পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -