Ganesh Puja 2023 : গণপতি কীভাবে হলেন গজানন? কীভাবে ছিন্ন হয়েছিল গণেশের মস্তক?
আর কয়েকদিন পরেই গণেশ চতুর্থী। দেশজুড়ে গণেশ বন্দনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুধু বারোয়ারি নয়, গণপতি বাপ্পার আরাধনা হয় ঘরে ঘরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্ঞান ও সমৃদ্ধির দেবতা গণেশ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ভাদ্রপদ মাসে তাঁর জন্ম। নিয়মানুসারে যে কোনও পুজোর আগে গণেশ আরাধনা আবশ্যক। আর ভারতে শারদ-উৎসবের মরসুমের সূচনাই হয় গণেশ পুজো দিয়ে।
গণেশকে প্রজ্ঞা, রচনা, ভ্রমণ, বাণিজ্য ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়। তাঁকে গজানন, গজদন্ত ও বৃহদন্ত নামেও ডাকা হয়। তাঁর মোট নামের সংখ্যা ১০৮।
গণেশ কীভাবে গজানন হলেন, তাই নিয়ে নানা কাহিনি প্রচলিত রয়েছে। তার মধ্যে একটি হল, একবার দেবী পার্বতী চন্দনবাটা দিয়ে গণেশকে তৈরি করেন। এরপর তিনি স্নান করতে যাওয়ার সময় গণেশকে বলেন, দরজা আগলে রাখতে হবে। কেউ যেন ঘরে ঢুকতে না পারে।
। মায়ের আদেশ অনুসারে দরজা আগলে বসে থাকেন ছোট্ট গণেশ। শিব এসে পার্বতীর সঙ্গে দেখা করতে চান। কিন্তু তাঁকে ঘরে ঢুকতে দেননি গণেশ। রেগে গিয়ে গণেশের মুণ্ডচ্ছেদ করেন শিব।
তা দেখে শোকে ভেঙে পড়েন পার্বতী। তখন শিবের রাগ দূর হয়ে যায়। তিনি বলেন, গণেশের প্রাণ ফিরিয়ে দেবেন।
তিনি অনুচরদের বলেন, প্রথমে যে প্রাণী চোখে পড়বে, সেটির মাথা নিয়ে আসতে হবে। শিবের অনুচররা একটি হাতির বাচ্চাকে দেখতে পেয়ে তার মাথাই এনে দেন। সেই থেকেই গণেশের মাথা হাতির।
পঞ্জিকা অনুসারে, এই বছর গণেশ উৎসব ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন অনন্ত চতুর্থীতে শেষ হবে পুজো। উৎসবের শেষ দিনে গণপতি বাপ্পার প্রতিমা বিসর্জন হবে।
বাড়িতে গণেশ স্থাপন করুন - ১৯ সেপ্টেম্বর সকাল ১১.০৭ থেকে ১.৩৪ এর মধ্যে। গণেশ চতুর্থীর দিন, বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করার আগে শুভ সময় দেখে নিন। গৌরিপুত্র সবার দুঃখ দূর করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -