Holi 2024: একদিকে লাঠি, অন্যদিকে ঢাল! এই রঙের উৎসবে জড়িয়ে রাধা-কৃষ্ণের কাহিনি

Lathmar Holi: হোলির কথা উঠলেই আলোচনায় আসে উত্তরপ্রদেশের মথুরা। রঙের এই উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কৃষ্ণের কাহিনি। উ

নিজস্ব চিত্র, ছবি: পিটিআই

1/10
আর কদিন পরেই রঙের উৎসব। বাংলায় এর নাম দোলযাত্রা। উত্তর ভারত ও পূর্ব ভারতে বেশ কিছু অংশে যার নাম হোলি।
2/10
রঙের এই উৎসবে মাতোয়ারা হয় সারা দেশ। পাড়ায় পাড়ায় রঙের উৎসবে মেতে ওঠেন সকলে।
3/10
এই হোলি উপলক্ষে সারা ভারতের নানা জায়গায় বিশেষ বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। কিছু কিছু এলাকায় বিশেষ প্রথা মেনে পালন হয় রঙের উৎসব। সেগুলিই বিশেষ বৈশিষ্ট্য
4/10
হোলির কথা উঠলেই আলোচনায় আসে উত্তরপ্রদেশের মথুরা। রঙের এই উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কৃষ্ণের কাহিনি। উত্তরপ্রদেশে- বিশেষ করে মথুরা-বৃন্দাবনের নানা কোণায় এই উৎসবের সঙ্গে জড়িয়ে বিস্তর লোককথা।
5/10
মথুরার কাছেই ছোট দুটি শহর রয়েছে। একটির নাম নন্দগাঁও, অন্যটির নাম বরসানা। এখানে হোলি একটু অন্যরকম। নামটাও আলাদা- লাঠমার হোলি।
6/10
এই লাঠমার হোলির সঙ্গে জড়িয়ে রাধা ও কৃষ্ণের কাহিনি। কথিত রয়েছে নন্দগাঁও কৃষ্ণের গ্রাম, বরসানা রাধার গ্রাম।
7/10
প্রথা রয়েছে, নন্দগাঁও থেকে ছেলেরা বরসানা আসে গোপীর বেশে। এই বরসানাতেই মেয়েরা থাকে গোপিনীর বেশে। সেখানেই গোপীনির বেশে থাকা মেয়েরা লাঠি দিয়ে আঘাত করে গোপীর বেশে থাকা ছেলেদের। তা থেকে বাঁচতে ছেলেদের হাতে থাকে ঢাল।
8/10
একবার নন্দগাঁও থেকে বরসানা আসে গোপী বেশে থাকা ছেলেরা। তারপরের দিন বরসানা থেকে নন্দগাঁও যায় গোপিনী বেশে থাকা মেয়েরা
9/10
১-২ দিন নয়। লাঠমার হোলি উৎসব চলে সপ্তাহখানেক ধরে। রং খেলা, গান, নাচের মাধ্যমে চলে উদযাপন।
10/10
উত্তরপ্রদেশেরই বৃন্দাবনের বাঁকেবিহারি মন্দিরে ফুল দিয়ে হয় রং খেলা। পঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতেও বেশ কিছু নিজস্ব প্রথায় এই উৎসব পালন করা হয়। ভারতে এই রঙের উৎসব দেখতে প্রতি বছর এদেশে ভিড় জমান বহু বিদেশি পর্যটক।
Sponsored Links by Taboola