Holi 2024: এক এক নাম, এক এক প্রথা! রাত পোহালেই রঙের উৎসব
Dolyatra 2024: সারা দেশে এক একটি রাজ্যে এক একরকম ভাবে দোলযাত্রা বা হোলি উদযাপিত হয়। তুঙ্গে প্রস্তুতি
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10
রাত পোহালেই রঙের উৎসব। তার আগে সারা ভারতে চলছে প্রস্তুতি। কাশ্মীর থেকে কন্যাকুমারী মেতে ওঠে এই রঙের উৎসবে।
2/10
সারা দেশে এক একটি রাজ্যে এক একরকম ভাবে দোলযাত্রা বা হোলি উদযাপিত হয়। এক একটি জায়গায় এক একরকম প্রথা মেনে পালিত হয় রঙের উৎসব।
3/10
এবার রঙের উৎসব এমন দিনে পড়েছে যে তার সঙ্গে রয়েছে উইকএন্ড। ফলে এবার টানা ছুটি রয়েছে। সেই মতোই চলছে প্ল্যানিং
4/10
জোর কদমে চলছে কেনাকাটা। কলকাতা থেকে ভোপাল। জম্মু থেকে সুরাত- হোলির আবহে এখন থেকেই মাতোয়ারা গোটা দেশ।
5/10
বৃন্দাবন, মথুরায় বিশেষ ভাবে পালিত হয় হোলি। লাঠমার হোলি থেকে বাঁকে বিহারী মন্দিরের রঙের উৎসব- দেখতে বিদেশ থেকেও ভিড় জমান পর্যটকরা। সপ্তাহখানেক ধরে চলে রঙের উৎসব।
6/10
রাজস্থানের বিভিন্ন এলাকায় আবার হোলির উৎসবের নানা প্রথা রয়েছে। উদয়পুরে ২দিন ধরে চলে উৎসব।
7/10
মহারাষ্ট্রে কোনও কোনও জায়গায় পাঁচদিন ধরে চলে হোলি। মৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে পালিত হয় এই উৎসব। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।
8/10
পঞ্জাবে মহা সমারোহে পালিত হয় রঙের উৎসব। হোলা মহল্লা নামে খ্যাত সেই উৎসব। ২-৩ দিন ধরে চলে উৎসব। আনন্দপুর সাহিবে এই উৎসব দেখতে ভিড় জমান বহু উৎসাহী।
9/10
সারা দেশ যখন হোলিতে মাতে, তখন বাংলা মাতে দোলে। সাধারণত হোলির আগের দিন দোলযাত্রা পড়ে। বাংলার কোণায় কোণায় রাধাকৃষ্ণের পুজো হয় এই দিন। দোল পূর্ণিমা বাঙালির কাছে বিশেষ শুভদিন। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন বসন্ত উৎসব দেখতে বহু পর্যটক ভিড় জমান।
10/10
উত্তর থেকে দক্ষিণ সব রাজ্যেই পালিত হয় রঙের উৎসব। এক এক জায়গায় এক একরকম প্রথা। এই বছর ২৪ মার্চ পড়েছে দোলযাত্রা, ২৫ মার্চ হোলি। আর তা ঘিরেই সাজসাজ রব দেশজুড়ে।
Published at : 24 Mar 2024 09:32 AM (IST)