Chhath Puja 2023:ছবিতে ছটপুজো, নানা প্রান্তে চলছে উদযাপন
তিথি মেনে দেশের নানা প্রান্তে পালিত হচ্ছে ছটপুজো। সোমবার কাকভোরে নয়াদিল্লির সঞ্জয় লেকে পুজোয় ব্যস্ত দুই পুণ্যার্থী। পরে সামিল হন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলখনৌ-র গোমতি নদীর তীরে, লক্ষণ মেলা প্রাঙ্গণে নিয়মকানুন মেনে পুজোয় ব্যস্ত ভক্তরা। সাধারণত, কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে করা সূর্য পুজোর এই উৎসবকে সূর্য ষষ্ঠী বা দল ছটও বলা হয়।
পুণ্যার্থীদের বিশ্বাস, পুত্র লাভের কামনায় এই উপবাস পালন করলে স্বামী-সন্তান দীর্ঘায়ু ও স্বাস্থ্য লাভের পাশাপাশি পরিবারে ধন-সম্পদে সুখ-সমৃদ্ধি লাভ করে।
ছটপুজো উপলক্ষ্যে দেশের নানা প্রান্তে গত কাল অর্থাৎ রবিবার এবং আজ অর্থাৎ সোমবার এক ছবি ধরা পড়ল। জবলপুরে নর্মদা নদীর তীরে এভাবেই পূজার্চনা সারলেন পুণ্যার্থীরা।
রাঁচির সুবর্ণরেখা নদীতে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা। এই উপবাস নিয়মানুযায়ী এবং ভক্তি সহকারে পালন করা হয়। এই তিনদিন কঠোরভাবে উপোস করার বিধান রয়েছে। উপোসী মহিলা পঞ্চমীর দিনে মাত্র একবার নুন ছাড়া খাবার খান এবং ষষ্ঠীর দিন নির্জলা অর্থাৎ জল ছাড়াই থাকেন।
ষষ্ঠীর দিন অস্তগামী সূর্যকে পূজা করা হয় এবং অর্ঘ্য দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে প্রস্তুত খাবার, ফল, মিষ্টি ইত্যাদি দেওয়া হয়। রীতিনীতি মেনে এগিয়েছে অসমের নগাঁও। সেখানে কোলং নদীর পাড়ে চলছে পুজো।
ষষ্ঠীর দিন অস্তগামী সূর্যকে পুজোর পর সারা রাত জেগে রেখে ভজন ও কীর্তন পরিবেশন করা হয় এবং পরের দিন অর্থাৎ সপ্তমীর দিন সকালে ভক্তরা নদী বা পুকুরে গিয়ে স্নান করে এবং আবার সূর্য উঠলে জল নিবেদন করে উপবাস সম্পন্ন করা হয়ে থাকে।
কলকাতার চারদিকেও পুজোর ছবি। রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে বন্ধ রাখা হলেও পুণ্যার্থীদের কথা মাথায় রেখে কৃত্রিম জলাশয় তৈরি হয়েছে নানা জায়গায়। নানা রীতি পালন চলছে পুজোর জায়গা ঘিরে।
উত্তরপ্রদেশের ছটের উৎসবে সামিল হলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথও। ছট বা ছঠ, ষষ্ঠী নামের অপভ্রংশ। মূলত সূর্য ষষ্ঠী ব্রত হওয়ার দরুণ একে ছট বলা হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালনের পর এই চার দিনের ব্রত শুরু হয় কার্তিক শুক্লা চতুর্থী থেকে আর চলে সপ্তমী অবধি। এই পুজোর সবচেয়ে কঠিন ও তাৎপর্যপূর্ণ রাত্রি হল কার্তিক শুক্লা ষষ্ঠী। বিক্রম সংবৎ-এর কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপিত হওয়ার কারণে এর নাম ছট রাখা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -