Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ratha Yatra 2024: সেজে উঠছে জগন্নাথদেব-বলরাম-সুভদ্রার রথ, রথযাত্রার আগে কেমন সেই ছবি?
৭ জুলাই রথযাত্রা। পুরীতে জগন্নাথধামে চলছে রথ তৈরির প্রস্তুতি। কাঠ দিয়ে তৈরি হয় তিনটি রথ। প্রতিবার রথযাত্রার আগে নতুন করে তৈরি হয় রথ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ। ১৬ চাকার এই রথ সবচেয়ে বড় হয়। ভগবান বলরামের রথের নাম তালধ্বজ, এতে ১৪টি চাকা রয়েছে। দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন, এতে ১২ চাকা থাকে।
জোরকদমে চলছে রথ তৈরির কাজ। জগন্নাথদেব, ভগবান বলরাম ও দেবী সুভদ্রার রথ তৈরির কাজ চলছে। প্রতিটি কাঠের টুকরো যত্ন নিয়ে কেটে, তার উপর নকশা তৈরি করা হচ্ছে। উজ্জ্বল রঙের ফিতে দিয়ে সাজানো হচ্ছে।
বেশ কিছুদিন বাকি রয়েছে রথযাত্রার। এখনই মোটামুটি প্রায় শেষ পর্যায়ে রথ তৈরি।
বাকি কারুকার্য চলছে। সিংহের আকৃতি এবং বাকিগুলি তৈরি করার কাজ চলছে এখনও।
রথ তৈরির সঙ্গেই গুরুত্বপূর্ণ কাজ হল রথের বাইরে রং করার কাজ। সেটিও এখন চলছে।
অক্লান্ত পরিশ্রম করে নিপুণ দক্ষতায় রথের গায়ে ছেনি-হাতুড়ি দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে কারুকাজ।
রথ তৈরি দেখার জন্য ভিড় করছেন সাধারণ মানুষ। অসম্পূর্ণ রথের গায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন।
পুরীতে এমনিতেই সারা বছরই ভিড় থাকে। রথের আগে থেকে সেই ভিড় আরও বাড়তে থাকে।
রথের চাকা ইতিমধ্যেই রং করা হয়েছে। রং হয়েছে আরও কিছু অংশে। দেবদেবীর মূর্তি তৈরির কাজও চলছে। সেগুলি রঙিন করে তোলা হচ্ছে। টানা কাজ করে চলেছেন শিল্পী। ছবি: ছবি: Shree Jagannatha Temple Office, Puri X হ্যান্ডেল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -