Ratha Yatra 2024: সেজে উঠছে জগন্নাথদেব-বলরাম-সুভদ্রার রথ, রথযাত্রার আগে কেমন সেই ছবি?
Jagannath dev Ratha Yatra: পুরীর জগন্নাথধামে আসন্ন উৎসব। জোরকদমে চলছে প্রস্তুতি
ছবি: Shree Jagannatha Temple Office, Puri X হ্যান্ডেল
1/10
৭ জুলাই রথযাত্রা। পুরীতে জগন্নাথধামে চলছে রথ তৈরির প্রস্তুতি। কাঠ দিয়ে তৈরি হয় তিনটি রথ। প্রতিবার রথযাত্রার আগে নতুন করে তৈরি হয় রথ।
2/10
জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ। ১৬ চাকার এই রথ সবচেয়ে বড় হয়। ভগবান বলরামের রথের নাম তালধ্বজ, এতে ১৪টি চাকা রয়েছে। দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন, এতে ১২ চাকা থাকে।
3/10
জোরকদমে চলছে রথ তৈরির কাজ। জগন্নাথদেব, ভগবান বলরাম ও দেবী সুভদ্রার রথ তৈরির কাজ চলছে। প্রতিটি কাঠের টুকরো যত্ন নিয়ে কেটে, তার উপর নকশা তৈরি করা হচ্ছে। উজ্জ্বল রঙের ফিতে দিয়ে সাজানো হচ্ছে।
4/10
বেশ কিছুদিন বাকি রয়েছে রথযাত্রার। এখনই মোটামুটি প্রায় শেষ পর্যায়ে রথ তৈরি।
5/10
বাকি কারুকার্য চলছে। সিংহের আকৃতি এবং বাকিগুলি তৈরি করার কাজ চলছে এখনও।
6/10
রথ তৈরির সঙ্গেই গুরুত্বপূর্ণ কাজ হল রথের বাইরে রং করার কাজ। সেটিও এখন চলছে।
7/10
অক্লান্ত পরিশ্রম করে নিপুণ দক্ষতায় রথের গায়ে ছেনি-হাতুড়ি দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে কারুকাজ।
8/10
রথ তৈরি দেখার জন্য ভিড় করছেন সাধারণ মানুষ। অসম্পূর্ণ রথের গায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন।
9/10
পুরীতে এমনিতেই সারা বছরই ভিড় থাকে। রথের আগে থেকে সেই ভিড় আরও বাড়তে থাকে।
10/10
রথের চাকা ইতিমধ্যেই রং করা হয়েছে। রং হয়েছে আরও কিছু অংশে। দেবদেবীর মূর্তি তৈরির কাজও চলছে। সেগুলি রঙিন করে তোলা হচ্ছে। টানা কাজ করে চলেছেন শিল্পী। ছবি: ছবি: Shree Jagannatha Temple Office, Puri X হ্যান্ডেল
Published at : 28 Jun 2024 10:39 AM (IST)