Janmashtami 2023:জন্মাষ্টমী মানে 'দহি হান্ডি উৎসব', প্রস্তুতি সারা মুুম্বইয়ে
কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষ্যে তোড়জোড় শুরু হয়েছে দেশের নানা প্রান্তে। এর মধ্যে 'দহি হান্ডি উৎসব'-এর কথা ভুলে গেলে চলে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বই, গোয়া এবং গুজরাত, মূলত এই জায়গাগুলিতেই দহি হান্ডি উৎসবের রমরমা। সেই জন্য কৃষ্ণের বেশে সেজেছে এই খুদে।
এই উৎসবের পিছনে একটি সুন্দর গল্প রয়েছে। হিন্দু পুরাণ অনুযায়ী, মাখন ও দই (দহি) ছিল শ্রীকৃষ্ণের বড় প্রিয়। ছোটবেলায় তাই মাখন এবং দই চুরি করে খেতেন বালগোপাল।
এই নিয়ে তিতিবিরক্ত গ্রামবাসীরা যশোদার কাছে গিয়ে অভিযোগ করেন। তাতে বিস্তর বকুনি খেয়েছিলেন শ্রীকৃষ্ণ।
শুধু তাই নয়। তাঁর হাত থেকে মাখন ও দই বাঁচাতে যশোদা-ই গ্রামবাসীদের বুদ্ধি দেন, মাটির পাত্রে সেগুলি এমন উঁচুতে ঝুলিয়ে রাখা হোক যাতে খুদে ছেলেপিলের হাত সেই পর্যন্ত না পৌঁছয়।
কিন্তু এভাবে কি আর বালগোপালকে আটকানো যায়? তখনই নতুন বুদ্ধি বের করেছিলেন শ্রীকৃষ্ণ। বন্ধুদের নিয়ে একটি 'পিরামিড' তৈরি করে ফেলেন। মানুষকে নিয়ে তৈরি ওই পিরামিডের মাথায় উঠে মাখন ও দইয়ের হাঁড়ি ভাঙাই ছিল এসবের মূল লক্ষ্য।
সেখান থেকে চলে আসছে এই 'দহি হান্ডি উৎসব'। যাঁদের নিয়ে ওই 'পিরামিড' তৈরি হয়, তাঁদের বলা হয় 'গোবিন্দা'। আর যিনি সকলের পিঠে উঠে, দই বা মাখনের হাঁড়ি ভাঙতে পারেন তাঁকে পুরষ্কৃত করেন আয়োজক কমিটির সদস্যরা।
দুর্ঘটনা এড়াতে এখন এই উৎসবে অংশ নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে চলার বিষয় রয়েছে। এই বছর ৭ সেপ্টেম্বর এই উদযাপন হওয়ার কথা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -