Kali Puja 2024 : কালীপুজো ও দিওয়ালি এবার আলাদা দিনে ? কবে রাখবেন উপবাস? জানুন দিনক্ষণ

দিকে দিকে শক্তির আরাধনার প্রস্তুতি তুঙ্গে। আলোর উৎসব কবে ?

কালীপুজো ও দিওয়ালি এবার আলাদা দিনে ?

1/9
জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য দেবী কালীর আরাধনা করেন ভক্তরা৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি৷
2/9
কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷
3/9
কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷
4/9
মা কালীর পুজো হয় বাংলার ঘরে ঘরে। এই দিন উপবাস রাখেনও বহু মানুষ। কিন্তু এবার অমাবস্যা তিথিও দুই দিন ধরে।
5/9
উপোস করে রাখা যায় , সেটা নিয়েই বা ধন্দে ভক্তরা। দেখে নেওয়া যাক পঞ্জিকা কী বলছে।
6/9
পঞ্জিকা অনুসারে, কালীপুজোর অমাবস্যা শুরু ৩১ অক্টোবর। বেলা ৩টে ৫৫ মিনিটে। বৃহস্পতিবার। সেদিন সারা রাতই অমাবস্যা থাকবে ।
7/9
অতএব সেই রাতেই হবে মা কালীর আরাধনা। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর, শুক্রবার সকাল ৬টা ১৫ অবধি থাকছে অমাবস্যা তিথি। এই দিনটি পালিত হচ্ছে দিওয়ালি হিসেবে।
8/9
২৯ অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে দীপাবলি উদযাপন। সেদিন ধনতেরস, ধনলক্ষ্মীর আরাধনা। তারপর দিন ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী।
9/9
নরমুণ্ডই দেবীর অলঙ্কার৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷
Sponsored Links by Taboola