Kali Puja 2024 : কালীপুজো ও দিওয়ালি এবার আলাদা দিনে ? কবে রাখবেন উপবাস? জানুন দিনক্ষণ
জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য দেবী কালীর আরাধনা করেন ভক্তরা৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷
কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷
মা কালীর পুজো হয় বাংলার ঘরে ঘরে। এই দিন উপবাস রাখেনও বহু মানুষ। কিন্তু এবার অমাবস্যা তিথিও দুই দিন ধরে।
উপোস করে রাখা যায় , সেটা নিয়েই বা ধন্দে ভক্তরা। দেখে নেওয়া যাক পঞ্জিকা কী বলছে।
পঞ্জিকা অনুসারে, কালীপুজোর অমাবস্যা শুরু ৩১ অক্টোবর। বেলা ৩টে ৫৫ মিনিটে। বৃহস্পতিবার। সেদিন সারা রাতই অমাবস্যা থাকবে ।
অতএব সেই রাতেই হবে মা কালীর আরাধনা। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর, শুক্রবার সকাল ৬টা ১৫ অবধি থাকছে অমাবস্যা তিথি। এই দিনটি পালিত হচ্ছে দিওয়ালি হিসেবে।
২৯ অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে দীপাবলি উদযাপন। সেদিন ধনতেরস, ধনলক্ষ্মীর আরাধনা। তারপর দিন ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী।
নরমুণ্ডই দেবীর অলঙ্কার৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -