Kartik Purnima: কবে কার্তিক পুজো, কীভাবে পাবেন দেব সেনাপতির আশীর্বাদ
এই বছর কার্তিক পূর্ণিমা পড়েছে আগামী ১৫ নভেম্বর সকাল ৬টা ১৯ মিনিট। আর তিথি শেষ হচ্ছে ১৬ নভেম্বর ভোর রাত ২ টো ৫৮ মিনিটে।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসনাতন ধর্মে কার্তিক মাসকে অত্যন্ত শুভ বলে মানা হয়। ধর্মীয় বিশ্বাস এই মাসের পূর্ণিমা চারমাসের যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন জগতের পালন কর্তা ভগবান শ্রী বিষ্ণু।(ছবি সৌজন্য- পিটিআই)
এই মাসে যাঁরা নিয়ম মেনে ভগবান বিঞ্চু ও শিবের পুজো করেন তাঁরা বিশেষ আশীর্বাদ পান। যা মানুষকে আরও শক্তিশালী করে তোলে।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
এই মাসের প্রতিদিন সন্ধ্যায় ঘরের বাইরে ঘি বা তেলের প্রদীপ জ্বালানো হয় দেবসেনাপতি কার্তিক, ভগবান বিষ্ণু ও শিবকে প্রসন্ন করতে।(ছবি সৌজন্য- পিটিআই)
(এই প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য হল অন্ধকারের ওপর আলোর বিজয় ও অজ্ঞতার ওপর জ্ঞানে প্রকাশ।ছবি সৌজন্য- পিটিআই)
কার্তিক পূর্ণিমার দিন রাস পূর্ণিমা হিসেবেও পালিত হয়। ধর্মীয় বিশ্বাস এই দিন বিষ্ণুও ও রাধা রাসলীলা করছিলেন এই পূর্ণিমার আলোয়।(ছবি সৌজন্য- পিটিআই)
কার্তিক পূর্ণিমার দিন ভোর ভোর ঘুম থেকে উঠে গঙ্গা বা পবিত্র কোনও জলাশয়ে স্নান করুন। (ছবি সৌজন্য- পিটিআই)
কার্তিক পূর্ণিমার দিন রামায়ণ, ভগবত গীতা সহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ পড়ুন। এতে বিশেষ উপকার পাবেন।(ছবি সৌজন্য- পিটিআই)
কার্তিক পূর্ণিমায় দেব সেনাপতির পুজো করলে তাঁর মতো শক্তি অর্জন হয়।(ছবি সৌজন্য- পিটিআই)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -