Lakshmi Puja 2023 : কেন বলা হয় কোজাগরী পূর্ণিমা? কী মন্ত্রে তুষ্ট করবেন দেবী লক্ষ্মীকে ?
আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে বলা হয় লক্ষ্মী পূর্ণিমা (Lakshmi Purnima) বা শারদীয় পূর্ণিমা। জ্যোতিষীদের মতে, এই রাতটি চাঁদের ষোলটি ধাপে পূর্ণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোজাগরী শব্দের আক্ষরিক অর্থ কে জেগে আছে? রাতে জেগে থেকে দেবীর আরধানা করাই রীতি। কথিত আছে এদিন মর্ত্যে নেমে এসে দেবী লক্ষ্মী ভক্তদের আর্শীবাদ করেন।
রাত পর্যন্ত দেবী লক্ষ্মীর আরাধনা শেষে সারারাত জেগে পাশা খেলার রীতিও বহুল প্রচলিত। আসলে সারা রাত জেগে পুজো করাই কোজাগরী পুজো করার মূল রীতি।
মা লক্ষ্মী দেখেন, রাতে কে জেগে আছেন পৃথিবীতে । কে তাঁর পুজো করছেন পূর্ণ ভক্তির সাথে। সেই অনুযায়ী তাঁর ঘরে বিরাজ করেন দেবী। এমনটাই বিশ্বাস সকলের।
এদিন দেবীকে প্রণাম জানিয়ে বলতে হয়, 'ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী।'
দেবীকে প্রণাম জানাতে হবে এই মন্ত্রে - পুষ্পাঞ্জলি মন্ত্র : নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে। যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ।।
এ বছর শারদ পূর্ণিমা ২৮অক্টোবর শনিবার পালিত হবে, যা সকাল ৪:১৭ মিনিটে শুরু হবে এবং পরের দিন, ২৯ অক্টোবর রবিবার রাত ১: ৫৬ মিনিট পর্যন্ত চলবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -