Lakshmi Pujo: আজ ধন সম্পদের দেবীর আরাধনা, লক্ষ্মীপুজোর সময় কী কী উপকরণ অবশ্যই রাখতে হবে?

Laxmi Pujo 2023: আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো। ধন-সম্পদের দেবীকে তুষ্ট করতে জোরকদমে তোড়জোড়

রাতে ধনদেবীর আরাধনা করাই চিরাচরিত রীতি

1/8
আজ কোজাগরী লক্ষ্মী পুজো। ঘরে ঘরে চলছে তারই আয়োজন।
2/8
সকাল থেকেই গৃহিণীরা উপোস থেকে মায়ের আগমনের তোরজোড় শুরু করে দিয়েছে। মা দুর্গা শ্বশুর বাড়ি ফিরে যাবার পর কেঁদে ওঠে সকলের মন। তাই বিষণ্ণ মনে একরাশ খুশি এবং সমৃদ্ধি নিয়ে মর্তে আসেন মা লক্ষ্মী।
3/8
লক্ষ্মীদেবীর ধ্যান মন্ত্র হল- "ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ-সৃণিভির্ষাম্য-সৌম্যয়োঃ। পদ্মাসনাস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম্।। গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বলঙ্কার-ভূষিতাম্। রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু”।।
4/8
পুরাণ মতে, মা লক্ষ্মী যে বাড়িতে বিরাজ করেন, সেই বাড়িতে সুখ সমৃদ্ধি এবং অর্থ ভাণ্ডার উপছে পড়ে। দেবতা নারায়ণ পত্নী লক্ষ্মী অর্থ সম্পদের দেবী। সংসারে অর্থ এবং শান্তি প্রতিষ্ঠায় সকল মহিলারা মা লক্ষ্মীর ব্রত পালন করে থাকেন।
5/8
বাড়ির মহিলারা পূজা শেষে পাঁচালি পড়ে মা লক্ষ্মীকে আহ্বান করেন। মা লক্ষ্মীর আশির্বাদে সেই গৃহস্থের সংসারে শ্রীবৃদ্ধি হয়। সংসারে সুখ এবং শান্তি প্রতিষ্ঠা হয়।
6/8
ঘরে ঘরে মা লক্ষ্মীর পায়ের আলপনা এঁকে, জলপূর্ণ ঘট, আমপল্লব, প্রদীপ এবং ধূপ সহযোগে কোজাগরী লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর আরাধনা করুন।
7/8
মা বেশি আওয়াজ পছন্দ করেন না, তাই শান্ত মনে মাকে ডাকুন। তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্তাবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে শান্তি এবং শ্রীবৃদ্ধি হবে।
8/8
। দেবী লক্ষ্মীর আরাধনায় শ্বেতপদ্ম ও শ্বেতচন্দন বিশেষ প্রয়োজন। ফল-মূলের পাশাপাশি চিঁড়ে-নারকেল ছাড়া লক্ষ্মীপুজো ভাবাই যায় না।
Sponsored Links by Taboola