Lord Hanuman: হনুমানজির পুজো করেন? তাঁর সম্পর্কে অজানা তথ্য জানলে অবাক হবেন আপনিও
হনুমানকে পবনপুত্র হিসেবে উল্লেখ করা হলেও বাস্তবে তাঁর বাবার নাম কেশরী ও মায়ের নাম অঞ্জনা বা অঞ্জনী। তাই ভগবান হনুমানকে অঞ্জনীপুত্র হিসেবেও ডাকা হয়। (ছবি সৌজন্য- পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংস্কৃত ভাষায় হনু শব্দের অর্থ হল চোয়াল আর মান শব্দের মানে কদাকার। অর্থাৎ হনুমান শব্দের অর্থ হল কদাকার চোয়াল বিশিষ্ট।(ছবি সৌজন্য- পিটিআই)
হনুমান ছিলেন ব্রহ্মচারী। জীবনে বিয়ে করেননি। কিন্তু, রাবণের লঙ্কায় অগ্নিকাণ্ড করার পর সমুদ্রের জল লেজ ঢুবিয়ে আগুন নিভিয়ে ছিলেন তিনি। সেই সময় তাঁর শরীর থেকে পড়া এক ফোটা ঘাম থেকে জন্ম হয় মকরধ্বজের। (ছবি সৌজন্য- পিটিআই)
ধর্মীয় বিশ্বাস, ভগবান হনুমানের আর্শীবাদ পেতে গেলে ভগবান রামের আরাধনা করলেই সুফল মেলে। আবার হনুমান চালিশা বা হনুমানের ১০৮টি নামের জপ করলেও সন্তুষ্ট হন পবনপুত্র। (ছবি সৌজন্য- পিটিআই)
পৌরাণিক গল্প অনুযায়ী হনুমানের পাঁচটি মুখ রয়েছে। মহীরাবণ যখন রাম ও লক্ষ্ণণকে অপহরণ করে পাতালে নিয়ে যায় তখন তাঁদের উদ্ধার করতে সেখানে পৌঁছন হনুমান। তারপর মহীরাবণ ও অভিরাবণকে বধ করার আগে সেখানে প্রজ্জ্বলিত পাঁচটি প্রদীপ নিজের পাঁচটি মুখের সাহায্যে এক ফুঁ নেভান তিনি। উদ্ধার করেন রাম ও লক্ষ্ণণকে।(ছবি সৌজন্য- পিটিআই)
হনুমানের পাঁচটি মুখের আলাদা আলাদ নাম রয়েছে। সেগুলি হল হনুমান, হয়গ্রীব, নরসিংহ, গরুড় ও বরাহ। শাস্ত্রে হনুমানের এই পঞ্চমুখকে প্রার্থনার পাঁচটি রূপ হিসেবে উল্লেখ করা হয়েছে। (ছবি সৌজন্য- পিটিআই)
প্রার্থনার সেই পাঁচটি প্রতীক হল নমন বা প্রণাম জানানো, স্মরণ, কীর্তন, যাচন ও অর্পণ।(ছবি সৌজন্য- পিটিআই)
রামায়ণে বর্ণিত কাহিনী অনুযায়ী, একবার নারদ মুনির উসকানিতে ভুল বুঝে হনুমানকে হত্যা করার জন্য ব্রক্ষ্মাস্ত্রের ব্যবহার করেছিলেন রাম। নিজেকে বাঁচানোর জন্য সেই সময় রাম নামের সাহায্য নিয়েছিলেন পবনপুত্র। যার জেরে কোনও ক্ষতিই হয়নি তাঁরা।(ছবি সৌজন্য- পিটিআই)
সীতার কথার ভুল অর্থ বুঝে নিজের সারা শরীরে একবার সিঁদুর মেখেছিলেন হনুমান। মেটে সিঁদুরের ফলে তাঁর শরীর কমলা রঙের হয়ে যায়। এই জন্যই হনুমানকে বজরঙ্গবলী বলেও ডাকা হয়। কারণ বজরং কথাটির অর্থ হল কমলালেবু। (ছবি সৌজন্য- পিটিআই)
খারাপের সঙ্গে লড়াইয়ে জয়ী হতে আজও প্রচুর মানুষ তাঁকে পুজো করেন।(ছবি সৌজন্য- পিটিআই)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য- পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -