Lord Shiva: সোমবার শিব ঠাকুরকে তুষ্ট করতে চান? এই নিয়ম মেনে চললে ভাগ্য বদলাবেন মহাদেবই
শিব ঠাকুর হলেন সর্বশক্তিমান। তাঁর অনেক রূপ আর তাঁকে শিবকে 'দেবের দেব মহাদেব’ বলা হয়। শিবকে আবার ভোলানাথও বলা হয়। বলা হয় শিব যেমন খুব অল্পে সন্তুষ্ট হন, ঠিক তেমনই যদি তাঁর পুজো করার সময় কোনও ভুল ত্রুটি হয়, তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআমরা সাধ্যমতো জিনিস দিয়ে মহাদেবের পুজো করে থাকি। তবে এটা জেনে রাখা দরকার যে, তিনি কিসে সন্তুষ্ট হন এবং কিসে রুষ্ট হন।
শিবলিঙ্গে কখনও সিঁদুর দেওয়া উচিত নয়। মহাদেব বৈরাগী এবং বৈরাগীরা মাথায় ভস্ম লাগান। সবাই এও জানেন যে ভগবান শিব মাথায় ভস্ম লাগিয়ে ঘোরেন। বিবাহিত মহিলারা সিঁদুর লাগান এবং শিব পুরাণে মহাদেবকে ধ্বংসকারী বলা হয়েছে। এই কারণেও শিবকে সিঁদুর লাগাতে নিষেধ করা হয়েছে।
হলুদ বেশিরভাগ আচার -অনুষ্ঠানের অন্তর্ভুক্ত, কিন্তু হলুদ এমনই একটি উপাদান, যা কখনও শিবের পুজোয় প্রয়োগ করা উচিত নয়। হলুদ প্রসাধন সামগ্রীর জন্য ব্যবহার করা হয় এবং যেহেতু মহাদেব বৈরাগী এবং পার্থিব ও সাংসারিক আনন্দ ত্যাগ করেছেন, তাই হলুদ তাঁর উপাসনার অন্তর্ভুক্ত নয়। শিবের গায়ে হলুদ লাগালে চন্দ্রমা দুর্বল হতে শুরু করে।
মহাদেবের আরাধনায় শঙ্খ বাজানো উচিত নয় এবং শঙ্খ দিয়ে তাকে জল দেওয়া উচিত নয়। পৌরাণিক কথা অনুসারে ভগবান শিব অসুর শঙ্খচূড়কে হত্যা করেছিলেন। সেই থেকে শঙ্খকে একই অসুরের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু শঙ্খচুড় বিষ্ণুর ভক্ত ছিলেন, তাই ভগবান বিষ্ণুর আরাধনায় শঙ্খ বাজানো হয়, কিন্তু মহাদেবের আরাধনায় এর ব্যবহার নিষিদ্ধ।
দেবাদিদেব মহাদেব যদি আমাদের ওপর কৃপা করেন তা হলে আমাদের জীবনে ভাগ্যের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগে না। কারণ ভগবান শিব অল্পে সন্তুষ্ট হন।
ভগবান কখনওই তাঁর ভক্তের কাছে প্রচুর কিছু আশা করেন না। তিনি ভক্তের ভক্তিতে এবং অতি অল্পে সন্তুষ্ট হন। কথায় আছে যে ভগবান শিব ভক্তের কাছ থেকে এক বিন্দু জল পেয়েই তাঁর ওপর প্রসন্ন হয়ে যান।
ভক্তরা শিবের পুজো, উপবাস, মানত করে থাকেন। শিবের পুজো করলে শুধু সুখ, সমৃদ্ধি, শান্তি আসে না, দাম্পত্য জীবনের নানা কলহ দূর হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -