Lord Hanuman: হনুমানজির আশীর্বাদে পাওয়া যায় নব নিধি, জানেন কী কী? উপকারই বা কী
হনুমান চালিশায় উল্লেখিত মহাপদ্ম নিধির ফলে মনে ধর্মীয় অনুভূতি মনে আসে। আসে অন্যকে দানের মনোভাব ও ক্ষমতা। (ছবি সৌজন্য- পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপদ্ম নিধির ফলে একজন মানুষের মনে সাত্ত্বিক মনোভাব তৈরি হয়। পাশাপাশি বুদ্ধি ও বিচক্ষণতা অর্জন করা যায়।(ছবি সৌজন্য- পিটিআই)
নব নিধির তৃতীয় হল শঙ্খ। এতে সঠিক যোগাযোগের শক্তি অর্জন হয়। যার মাধ্যমে আপনার যে কোনও কাজে বাধা আসার সম্ভাবনা কম থাকে।(ছবি সৌজন্য- পিটিআই)
চতুর্থ নিধি মকরে মেলে উর্বরতা ও সৃষ্টিশীলতার ক্ষমতা। এর ফলে সন্তান ও নতুন নতুন সৃষ্টিশীল কাজ করতে পারা যায়।(ছবি সৌজন্য- পিটিআই)
পঞ্চম কচ্ছপ। এতে পাওয়া যায় জীবনের যে কোনও লড়াই টিকে থাকার ক্ষমতা ও ধৈর্য্য। যার দ্বারা আপনি সফল হতে পারবেন আপনার লক্ষ্যে।(ছবি সৌজন্য- পিটিআই)
মুকুন্দ হল ষষ্ঠ নিধি। পাওয়া যায় ইশ্বরের অনুগ্রহ লাভের ক্ষমতা। এর মানে হনুমানজির আশীর্বাদে আপনি যদি নব নিধি অর্জন করতে পারেন তাহলে তার মধ্যে থাকা এই নিধিটি আপনাকে যে কোনও কাজে ভগবানের আর্শীবাদ পেতে সাহায্য করবে।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
সপ্তম নিধি কুণ্ডের সাহায্যে নিজেকে বিচক্ষণ ও খ্যাতির শীর্ষে নিয়ে যেতে পারবেন।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
নীলা হল অষ্টম নিধি। এটি থাকলে ইশ্বর আপনাকে সবসময় রক্ষা করবেন।(ছবি সৌজন্য- পিটিআই)
শেষ ও নবম নিধি খর্ভায় পাওয়া যায় প্রতিপক্ষ ও শত্রুর বিরুদ্ধে জেতার ক্ষমতা। যে কোনও লড়াইতে পিছপা না হয়ে লড়াই করার সাহস পাবেন আপনি।(ছবি সৌজন্য- পিটিআই)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য গ্রহণের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -