Kalki Jayanti 2024: কল্কি জয়ন্তীতে ভগবান বিষ্ণুর আরাধনা করলে বদলায় জীবন, জানেন কীভাবে?
প্রতিবছর দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হিসেবে পরিচিত শ্রাবণে কল্কি জয়ন্তী পালন করেন সনাতন ধর্মে বিশ্বাসী মানুষরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসনাতনে বিশ্বাসীরা মনে করেন কল্কি জয়ন্তীতে ভগবান বিষ্ণু বা শ্রী হরি কল্কি অবতার হিসেবে জন্মগ্রহণ করে কলিযুগে দুষ্ট ও খারাপ মানুষদের খতম করবেন। তারপরই সূচনা হবে সত্য যুগের।
ধর্মীয় বিশ্বাস, কল্কি জয়ন্তীতে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করলে শুভ ফল পাওয়া যায়।
এই বছর কল্কি জয়ন্তী পালন করা হচ্ছে ১০ অগাস্ট। ভবিষ্য পুরাণ অনুযায়ী, কল্কি জয়ন্তী তিথি ভগবান বিষ্ণু তাঁর দশম তথা অন্তিম অবতার হিসেবে জন্মগ্রহণ করবেন। তারপর সংসারে থাকা সমস্ত পাপীদের হত্যা করে পুনরায় ধর্মের পথে বিশ্বকে এগিয়ে নিয়ে যাবেন।
বিশ্বাস করা হয় যেদিন কল্কি অবতারের জন্ম হবে সেদিন কলিযুগের অবসান হবে ও সত্য যুগের সূচনা হবে। সমাজ থেকে দুষ্ট, পাপী ও অধর্ম শেষ হয়ে যাবে এবং ধর্মের সূচনা হবে।
কল্কি জয়ন্তীর দিন যদি কেউ ভগবান বিষ্ণুর পুজো ও আরাধনা করেন তাঁর কোনও ক্ষতি করতে পারবেন না রাহু। কাজে কোনও বাধা আসবে না ও মোক্ষ প্রাপ্তির রাস্তা খুলে যাবে।
কল্কি জয়ন্তী ভগবান বিষ্ণুর পুজোর সময় তাঁর কপালে চন্দনের তিলক পরিয়ে দিন। আবির, রং ও নীল ফুল অপর্ণ করুন।
কল্কি পুজোর সময় জয় কল্কি জয় জগতপথে, পদমাপতি জয় সমাপতে মন্ত্রটি ১০৮টা বার জপ করুন। তারপর নৈবেদ্য অপর্ণ করে আরতি করুন।
কল্কি পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু কল্কি অবতার হিসেবে সম্ভল গ্রামে জন্ম নেবেন। মনে করা হয়, উত্তরপ্রদেশের মুরাদাবাদকের কাছে সম্ভল গ্রামে বিষ্ণুর দশম অবতার হিসেবে কল্কির জন্ম হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -