Nag Panchami 2024: নাগ পঞ্চমীতে ৩ দুর্লভ যোগ, রয়েছে কালসর্প দোষ থেকে মুক্তির উপায়ও
প্রতিবছর শ্রাবণ মাসের শুল্ক পক্ষের পঞ্চমী তিথি নাগ পঞ্চমী পালন করা হয়।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বছর নাগ পঞ্চমী তিথিতে বিভিন্ন ধরনের দুর্লভ যোগ সংযোগ হচ্ছে। তাই এই দিনের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
এবছর শ্রাবণ মাসে নাগ পঞ্চমী তিথি পড়েছে ২০২৪ সালের ৯ অগাস্ট দুপুর ১২টা ৩৬ মিনিটে আর সমাপ্ত হচ্ছে ১০ অগাস্ট ভোর ৩টে ১৪ মিনিটে।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
৯ অগাস্ট সকাল ৬.০১ মিনিট থেকে নাগ পঞ্চমী পুজোর শুভ মুহূর্ত শুরু হচ্ছে চলবে সকাল ৮.৩৮ মিনিট পর্যন্ত। এছাড়া দিনের বিভিন্ন সময়ে নাগ দেবতার পুজো করা যাবে। (ছবি সৌজন্য-পিটিআই)
৯ অগাস্ট সকাল ৬.০১ মিনিট থেকে নাগ পঞ্চমী পুজোর শুভ মুহূর্ত শুরু হচ্ছে চলবে সকাল ৮.৩৮ মিনিট পর্যন্ত। এছাড়া দিনের বিভিন্ন সময়ে নাগ দেবতার পুজো করা যাবে। (ছবি সৌজন্য-পিটিআই)
নাগ পঞ্চমী তিথিতে শশ রাজযোগ তৈরি হচ্ছে। এই দিন শনি দেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে অবস্থান করে শশ রাজযোগ তৈরি করবে। (ছবি সৌজন্য-পিটিআই)
(৯ তারিখ সিদ্ধ যোগ থাকবে দুপুর ১টা ৪৬ মিনিট পর্যন্ত। সনাতন ধর্মে অন্যান্য দেব-দেবীর সঙ্গে পুজো করা হবে নাগ দেবতারও।ছবি সৌজন্য-পিটিআই)
তাদের সঙ্গে নাগ দেবতার সম্পর্ক অনেক পুরনো। যার প্রমাণ পাওয়া যায় ভগবান বিষ্ণুর শেষ নাগ ও মহাদেবের গলায় থাকা সাপের পুজো করলে দূর হয় কালসর্প দোষ।(ছবি সৌজন্য-পিটিআই)
(ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্যছবি সৌজন্য-পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -