Kalighat Ma Sarada : কালীঘাটে কালী দর্শনে এসে নাকি সারদাদেবীর সঙ্গে ঘটেছিল গায়ে কাঁটা দেওয়া ঘটনা !
কবি ভারত চন্দ্রের লেখায় পাওয়া যায়, ‘কালীঘাটে চারিটি অঙ্গুলি, ডানি পার। নকুলেশ ভৈরব, কালিকা দেবী তাঁর।।’
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকালীঘাটের মূল মন্দির এখন ৮ কাঠা জমির ওপর স্থাপিত। মন্দিরের উচ্চতা প্রায় ৯০ ফুট। এই মন্দিরের মহিমা অপার।
ভক্তজনের বিশ্বাস, যে-যেখানে আছেন, মায়ের কাছে এলেই মনের বাসনা পূর্ণ হয়।
সাধারণ ভাবে সারা বছরই শনিবার ও মঙ্গলবার মন্দিরে ভক্তদের ভিড় বেশি থাকে। এছাড়া পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়ায় হালখাতা পুজোর বড় ভিড় হয়। বিপত্তারিনী পুজোতেও ভিড় হয় চোখে পড়ার মতো।
লীঘাটের মূল পুজো আটটি। রক্ষাকালী, স্নানযাত্রা, জন্মাষ্টমী, মনসাপুজো, চড়ক, গাজন, রামনবমী, আর দীপাবলী। কালীঘাট মন্দিরে দুর্গাপুজোও করা হয়।
জানা যায়, শ্রীমা সারদাদেবীও এখানে মা কালীকে দর্শন করতে এসেছিলেন। সে সময় তাঁরও অদ্ভূত দর্শন হয়েছিল।
মন্দিরে সিঁদুর-আলতা দিয়ে পুজো দেওয়ার পর মন্দির থেকে বেরিয়ে যখন এয়ো স্ত্রীদের মাথায় সিঁদুর দিয়ে দিচ্ছেন, পাশে দাঁড়ানো এক অপরিচিত কালো মেয়ের কপালেও সিঁদুরের ফোঁটা এঁকে দিলেন।
মেয়েটির কপালে হাত দিতেই সে ব্যথায় কুঁকড়ে গেল। সারদা মা বলে উঠলেন, কী মা ব্যথা পেলে?
এই বলে মেয়েটির মুখের দিকে ভাল করে তাকাতেই দেখলেন মেয়েটিরর কপালের ত্রিনয়নে কিছুটা সিঁদুর পড়েছে। কিছুক্ষণের জন্য সম্বিত হারালেন শ্রীমা।
পরে মেয়েটিকে খোঁজ করে আর পাওয়া গেল না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -