Kalighat Ma Sarada : কালীঘাটে কালী দর্শনে এসে নাকি সারদাদেবীর সঙ্গে ঘটেছিল গায়ে কাঁটা দেওয়া ঘটনা !
ভক্তজনের বিশ্বাস, যে-যেখানে আছেন, মায়ের কাছে এলেই মনের বাসনা পূর্ণ হয়।
মা কালী ও মা সারদা
1/10
কবি ভারত চন্দ্রের লেখায় পাওয়া যায়, ‘কালীঘাটে চারিটি অঙ্গুলি, ডানি পার। নকুলেশ ভৈরব, কালিকা দেবী তাঁর।।’
2/10
কালীঘাটের মূল মন্দির এখন ৮ কাঠা জমির ওপর স্থাপিত। মন্দিরের উচ্চতা প্রায় ৯০ ফুট। এই মন্দিরের মহিমা অপার।
3/10
ভক্তজনের বিশ্বাস, যে-যেখানে আছেন, মায়ের কাছে এলেই মনের বাসনা পূর্ণ হয়।
4/10
সাধারণ ভাবে সারা বছরই শনিবার ও মঙ্গলবার মন্দিরে ভক্তদের ভিড় বেশি থাকে। এছাড়া পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়ায় হালখাতা পুজোর বড় ভিড় হয়। বিপত্তারিনী পুজোতেও ভিড় হয় চোখে পড়ার মতো।
5/10
লীঘাটের মূল পুজো আটটি। রক্ষাকালী, স্নানযাত্রা, জন্মাষ্টমী, মনসাপুজো, চড়ক, গাজন, রামনবমী, আর দীপাবলী। কালীঘাট মন্দিরে দুর্গাপুজোও করা হয়।
6/10
জানা যায়, শ্রীমা সারদাদেবীও এখানে মা কালীকে দর্শন করতে এসেছিলেন। সে সময় তাঁরও অদ্ভূত দর্শন হয়েছিল।
7/10
মন্দিরে সিঁদুর-আলতা দিয়ে পুজো দেওয়ার পর মন্দির থেকে বেরিয়ে যখন এয়ো স্ত্রীদের মাথায় সিঁদুর দিয়ে দিচ্ছেন, পাশে দাঁড়ানো এক অপরিচিত কালো মেয়ের কপালেও সিঁদুরের ফোঁটা এঁকে দিলেন।
8/10
মেয়েটির কপালে হাত দিতেই সে ব্যথায় কুঁকড়ে গেল। সারদা মা বলে উঠলেন, কী মা ব্যথা পেলে?
9/10
এই বলে মেয়েটির মুখের দিকে ভাল করে তাকাতেই দেখলেন মেয়েটিরর কপালের ত্রিনয়নে কিছুটা সিঁদুর পড়েছে। কিছুক্ষণের জন্য সম্বিত হারালেন শ্রীমা।
10/10
পরে মেয়েটিকে খোঁজ করে আর পাওয়া গেল না।
Published at : 04 Jul 2023 07:20 AM (IST)